সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

- আপডেট: ০৫:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
- / ১০৩২৯ বার দেখা হয়েছে
সীমান্তে অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৮ ডিসেম্বর) বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা জানান।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। শুধু সিলেট নয়, বেনাপোল এবং অন্যান্য স্থানেও তারা সতর্ক রয়েছে।
তিনি বলেন, বর্ডারে বড় ধরনের কিছু ঘটেনি। পরশুদিন আপনারাই পত্রিকায় লিখেছেন যে আমাদের একজন গরু আনতে (বিজিবির গুলিতে নিহত).. কিছু সংখ্যক গরু আমাদের এদিকে ঢুকে গেছে ওদিকেও রয়ে গেছে। ওদিকে যার যার দেশের মধ্যে মিছিল করেছে।
ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর নিয়ে উপদেষ্টা বলেন, সচিব আসছেন, আলোচনা হবে। আশা করি সম্পর্ক স্বাভাবিক হবে।
সরকারের চার মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা উল্টো প্রশ্ন করেন, আপনারাই বলেন উন্নতি হয়েছে কি হয়নি?
আরও পড়ুন: শুধু ভারত নয়, বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করবে সরকার: খাদ্য উপদেষ্টা
এদিকে, অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের সতর্কবার্তা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সূত্রে সরকার অভিযোগ পেয়েছে যে, অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/এসএইচ