সুনামগঞ্জে নৌকা ডুবে তিন জনের মৃত্যু

- আপডেট: ০৪:৪০:২৮ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
- / ১০৪৩৫ বার দেখা হয়েছে
সুনামগঞ্জে ঢলের পানিতে নৌকা ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার (২ জুলাই) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- ফারজানা (১৩), মারজানা (৮) ও রবিন (৪)।
লক্ষনশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওদুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওদুদ জানান, উপজেলার গোবিন্দপুর গ্রামের দিনমজুর সুহেল মিয়ার বাড়ির চারপাশে পানি চলে আসায় চার ছেলে-মেয়েকে ছোট নৌকায় অন্যদের বাড়িতে পাঠান। যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা বড় ভাই সাতার কেটে পাড়ে উঠলেও তিন ভাই-বোন ডুবে যায়। পরে গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: বাংলাদেশের প্রশংসায় জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল
সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গোবিন্দপুরে তিন ভাই-বোন পানিতে ডুবে মারা গেছে। বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঢাকা/টিএ