সুপ্রিম কোর্ট থেকে ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ

- আপডেট: ০৫:০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
- / ১০৪১২ বার দেখা হয়েছে
সুপ্রিম কোর্ট অঙ্গনের পবিত্রতা রক্ষায় ব্যানার-ফেস্টুন অপসারণের নির্দেশ দিয়েছে প্রশাসন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানির সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। আগামী তিনদিনের মধ্যে ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেরতে বলা হয়েছে এতে।
মঙ্গলবার (১০ অক্টোবর) সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানির সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অরণ্যানী ও পবিত্রতা রক্ষার্থে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনসহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পূর্বানুমতি ছাড়া পোস্টার লাগানো সমীচীন নয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসনের পূর্বানুমতি ব্যতীত বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী সমিতি ভবনসহ সবখানে পোস্টার ও বানার লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। ইতোমধ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পোস্টার ও ব্যানার লাগিয়ে থাকলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আগামী তিনদিনের মধ্যে তা অপসারণের জন্য বলা হলো।
আরও পড়ুন: মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে
এ বিষয়ে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হলো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদক বরাবর ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে ওয়েবসাইটে প্রকাশ করার জন্য।
ঢাকা/এসএ