সূচকের উত্থানে চলছে লেনদেন

- আপডেট: ১১:৪৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / ১০৩৩৪ বার দেখা হয়েছে
আজ সোমবার ২৬ মে, ২০২৫ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এদিন বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ২৬ মিনিট পর্যন্ত ডিএসইতে ১০৪ কোটি ৮০ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৪২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচকন ৩.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ০৩৫ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৩.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৫০ পয়েন্টে।
আরও পড়ুন: ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ ঘোষণা
ডিএসইতে ৩৭১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৪ টির, কমেছে ৮৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৯ টির।
ঢাকা/এসএইচ