০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
  • / ৪২৪৯ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান বা ডিএসইএক্স সূচকের ১৫.৭২ পয়েন্ট বেড়ে লেনদেন শেষ হয়েছে। আজ সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (২৯ নভেম্বর) ডিএসইতে সূচকেরে সাথে টাকার অংকে লেনদেন বেড়েছে কিছুটা। এদিনও অপরিবর্তিত অধিকাংশ কোম্পানির শেয়ারদর। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বুধবার ডিএসইতে ৩০২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৫ কোটি ৭৪ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ২৯৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সী পার্ল রিসোর্ট। এদিন কোম্পানিটির ২০ কোটি ৮৯ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১০৩ পয়েন্টে।

বুধবার ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে ছিলো ফু-ওয়াং ফুড লিমিটেড। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ২৮ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩০ টাকা ৮০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জিকিউ বলপেন। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৪ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ। আর ১১ টাকা বা ৯.৯৯ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে আজিজ পাইপস।

আরও পড়ুন: শমরিতা হাসপাতালের স্টক ডিভিডেন্ডে বিএসইসির সম্মতি

আজ ডিএসইতে ২৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৩টির।

অপর পুঁজিবাজার সিএসই’র প্রধান সূচক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪২৪ পয়েন্টে। সিএসইতে ১৪৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ২১টির ও অপরিবর্তিত রয়েছে ৭৪টির।

দিন শেষে সিএসইতে ৭ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার।

ঢাকা/টিএ

শেয়ার করুন

x
English Version

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

আপডেট: ০৪:০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান বা ডিএসইএক্স সূচকের ১৫.৭২ পয়েন্ট বেড়ে লেনদেন শেষ হয়েছে। আজ সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (২৯ নভেম্বর) ডিএসইতে সূচকেরে সাথে টাকার অংকে লেনদেন বেড়েছে কিছুটা। এদিনও অপরিবর্তিত অধিকাংশ কোম্পানির শেয়ারদর। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বুধবার ডিএসইতে ৩০২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৫ কোটি ৭৪ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ২৯৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সী পার্ল রিসোর্ট। এদিন কোম্পানিটির ২০ কোটি ৮৯ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১০৩ পয়েন্টে।

বুধবার ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে ছিলো ফু-ওয়াং ফুড লিমিটেড। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ২৮ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩০ টাকা ৮০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জিকিউ বলপেন। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৪ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ। আর ১১ টাকা বা ৯.৯৯ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে আজিজ পাইপস।

আরও পড়ুন: শমরিতা হাসপাতালের স্টক ডিভিডেন্ডে বিএসইসির সম্মতি

আজ ডিএসইতে ২৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৩টির।

অপর পুঁজিবাজার সিএসই’র প্রধান সূচক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪২৪ পয়েন্টে। সিএসইতে ১৪৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ২১টির ও অপরিবর্তিত রয়েছে ৭৪টির।

দিন শেষে সিএসইতে ৭ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার।

ঢাকা/টিএ