সূচকের উত্থানে লেনদেন কমেছে দুই’শ কোটি টাকা

- আপডেট: ০৪:০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
- / ১০৪১৭ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান বা ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট বেড়ে লেনদেন শেষ। আজ সোমবার (২৯ জানুয়ারি) ডিএসইতে সূচকের উত্থানেও লেনদেন কমেছে দুই’শ কোটি টাকার বেশি। এদিন অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্য সূচক ২১ পয়েন্ট কমে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সোমবার ডিএসইতে ৬৬২ কোটি ৪৫ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২১৮ কোটি ১৮ লাখ ১৫ হাজার টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৮৮০ কোটি ৬১ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইর লেনদেনের শীর্ষে উঠেছে- বিডি থাই এ্যালুমিনিয়ামের ৩৮ কোটি ৬০ লাখ ৩৭ হাজার, ফু-ওয়াং ফুডের ৩০ কোটি ৯ লাখ ১৫ হাজার, খুলনা প্রিন্টিংয়ের ২৬ কোটি ৯৬ লাখ ৬১ হাজার, ওরিয়ন ইনফিউশনের ২০ কোটি ৬৩ লাখ ৬২ হাজার, কর্ণফুলী ইন্সুরেন্সের ১৮ কোটি ২৫ লাখ ২২ হাজার, ইভিন্স টেক্সটাইলের ১৫ কোটি ১৯ লাখ ৬৭ হাজার, আফতাব অটোমোবাইলসের ১৪ কোটি ৮৫ লাখ ২২ হাজার, অলিম্পিক এক্সেসরিজের ১২ কোটি ৭ লাখ ৬৭ হাজার, ইনটেকের ১১ কোটি ৩৮ লাখ ৫৪ হাজার এবং সেন্ট্রাল ফার্মার ১১ কোটি ৩৮ লাখ ৫৪ হাজার এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ১০ কোটি লাখ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৮.১৬ পয়েন্ট বা ০.২৯ শতাংশ বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৭.২২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪.৬১ পয়েন্ট ০.৩৪ শতাংশ বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪১.৭৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২.৩১ পয়েন্ট ০.৫৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১০৩.৩৫ পয়েন্টে।
আরও পড়ুন: ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে তিন কোম্পানি
সোমবার ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭০টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।
অপর পুঁজিবাজার সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ২১.৩৩ পয়েন্ট বা ০.১২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ২৬৪.৮৯ পয়েন্টে। সিএসইতে ২৭০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ১৩৬টির ও অপরিবর্তিত রয়েছে ২৯টির।
দিন শেষে সিএসইতে ১৩ কোটি ৬ লাখ ৬২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৩ কোটি ৯৭ লাখ ২২ হাজার টাকার শেয়ার।
ঢাকা/টিএ