সূচকের উত্থানে লেনদেন বেড়েছে দুই’শ কোটি

- আপডেট: ০৩:১৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
- / ১০৪২৭ বার দেখা হয়েছে
আজ রোববার (১৫ জানুয়ারী) সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে মূল্য সূচক ৩৫ পয়েন্ট বা ০.৫৭ বাড়ে। এদিন সূচকের সাথে পাল্লা দিয়ে বেড়েছে লেনদেন। আজ লেনদেন ৭০০ কোটির ঘর অতিক্রম করে। যা গত কর্যদিবস থেকে দুই’শ কোটি বেশি। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ ডিএসইতে ৭১১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে ২০৩ কোটি ৭২ লাখ টাকা বেশি শেয়ার লেনদেন হয়েছে। গত কার্যদিবসে ডিএসইতে ৫০৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আরও পড়ুন: বিনিয়োগকারীদের স্বার্থে এশিয়াটিক ল্যাবরেটরিজের সাবস্পক্রিশন স্থগিত
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট বা ০.৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৫০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বা ০.৫১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৪ এবং ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বা ০.৪১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০৮ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১০টির, কমেছে ৬১টির এবং ১৯০টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
আরও পড়ুন: শেয়ার নিয়ে বিপাকে ১৪৩ কোম্পানির বিনিয়োগকারীরা
অপর সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭৮ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৩১ পয়েন্টে। সিএসইতে ১৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ সিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৬৭ কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ৫১টির, কমেছে ৩৩টির এবং ৮৩টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
ঢাকা/