সূচকের নামমাত্র উত্থানে লেনদেনের সমাপ্তি

- আপডেট: ০৩:২৪:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
- / ১০৪১০ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার (১৮ জুন) মূল্য সূচকের নামমাত্র উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে। যা ডিএসইতে গত ২ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ডিএসইতে ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭১টির বা ২০.৫ শতাংশ, কমেছে ৮৮টির বা ২৫.৪ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ১৮৭টির বা ৫৪.১ বা শতাংশ কোম্পানির।
আজ ডিএসইতে ৪১৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত ২ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে। এর আগে গত ২৪ এপ্রিল ডিএসইতে ৫৫২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ ডিএসইতে আগের দিন থেকে ৪৬ কোটি ৮৭ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪৬৫ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৩ পয়েন্টে।
আরও পড়ুন: বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে যেসব কোম্পানির শেয়ার
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৬ পয়েন্ট কমে ১৮ হাজার ৫৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ১৩ কোটি ৭০ লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৯২ লাখ টাকা কম। গত কার্যদিবসে সিএসইতে ১৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিন সিএসইতে ১৮৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ৫৬টির ও অপরিবর্তিত রয়েছে ৮৭ টির দাম।
ঢাকা/এসএ