০৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪

সূচকের পতনেও লেনদেনে বীমার আধিপত্য

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৩৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
  • / ৪২০৭ বার দেখা হয়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বীমা খাতের আধিপত্য অব্যাহত। সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার (২০ জুলাই) ডিএসইর মোট লেনদেনের ২৮.৮১ শতাংশই বীমা খাতের। এদিন প্রধান মূল্য সূচকের পতনেও  বীমার দাপটে বেড়েছে লেনদেন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। ডিএসই, সিএসই ও আমার স্টক সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ডিএসইতে ৩৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির বা ২৩.৬ শতাংশ, কমেছে ৯৮টির বা ২৬.৮ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ১৮১টির বা ৪৯.৬ শতাংশ কোম্পানির।

আজ ডিএসইতে ৯৪৭ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬৯ কোটি ৬৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গত কার্যদিবসে ডিএসইতে ৮৭৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সূত্র মতে, লেনদেনে অংশ নেয়া ৫৪টি বীমা কোম্পানির মধ্যে ৪৩টির দর বেড়েছে, কমেছে ৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টি কোম্পানির। এদিন বীমা খাতে মোট লেনদেন হয়েছে ২৬১ কোটি ২২ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ২৮.৮১ শতাংশ।

এদিন বীমা খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সে। আজ কোম্পানিটির ২৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ২.৯৯ শতাংশ।

আরও পড়ুন: বিনিয়োগকারীদের অপছন্দের শীর্ষে যেসব কোম্পানির শেয়ার

দ্বিতীয় স্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। আজ কোম্পানিটির ১৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ২.১৫ শতাংশ।

বীমা খাতের কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের তৃতীয় স্থানে রয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। আজ কোম্পানিটির ১৭ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ১.৯৩ শতাংশ।

এদিন ডিএসইর দর বাড়া ৮৬ কোম্পানির মধ্যে সেরা দশের নয় টিই বীমা খাতের কোম্পানি। এদিন সবচেয়ে বেশি শেয়ার দর ৯.৯০ শতাংশ বেড়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের। এছাড়াও ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা বীমা খাতের অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৯.৮৬ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯.৮৩ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৮.৮৯ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৮.৮৭ শতাংশ,  কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৬.৯১ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৬.৭৯ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৬.৬৮ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৬.৪৪ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ৬.১৪ এবং অগ্রণী ইন্স্যুরেন্সের ৬.১০ শতাংশ শেয়ারদর বেড়েছে।

আরও পড়ুন: বোর্ড সভার তারিখ জানিয়েছে ১৮ কোম্পানি

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক শূন্য দশমিক ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৬৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে ২ হাজার ১৯৬ পয়েন্টে অবস্থান করছে।

অপরদিকে, সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৭৮ পয়েন্টে। এদিন সিএসইতে ১৯ কোটি ২৮ লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৮ কোটি ৭৫ লাখ টাকা বেশি। গত কার্যদিবসে সিএসইতে ১০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সিএসইতে লেনদেনে অংশ নেয়া হওয়া ২১৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৬টি, কমেছে ৬৮টি এবং অপরিবর্তিত ছিল ৮১টির।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

সূচকের পতনেও লেনদেনে বীমার আধিপত্য

আপডেট: ০৪:৩৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বীমা খাতের আধিপত্য অব্যাহত। সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার (২০ জুলাই) ডিএসইর মোট লেনদেনের ২৮.৮১ শতাংশই বীমা খাতের। এদিন প্রধান মূল্য সূচকের পতনেও  বীমার দাপটে বেড়েছে লেনদেন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। ডিএসই, সিএসই ও আমার স্টক সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ডিএসইতে ৩৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির বা ২৩.৬ শতাংশ, কমেছে ৯৮টির বা ২৬.৮ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ১৮১টির বা ৪৯.৬ শতাংশ কোম্পানির।

আজ ডিএসইতে ৯৪৭ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬৯ কোটি ৬৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গত কার্যদিবসে ডিএসইতে ৮৭৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সূত্র মতে, লেনদেনে অংশ নেয়া ৫৪টি বীমা কোম্পানির মধ্যে ৪৩টির দর বেড়েছে, কমেছে ৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টি কোম্পানির। এদিন বীমা খাতে মোট লেনদেন হয়েছে ২৬১ কোটি ২২ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ২৮.৮১ শতাংশ।

এদিন বীমা খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সে। আজ কোম্পানিটির ২৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ২.৯৯ শতাংশ।

আরও পড়ুন: বিনিয়োগকারীদের অপছন্দের শীর্ষে যেসব কোম্পানির শেয়ার

দ্বিতীয় স্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। আজ কোম্পানিটির ১৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ২.১৫ শতাংশ।

বীমা খাতের কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের তৃতীয় স্থানে রয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। আজ কোম্পানিটির ১৭ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ১.৯৩ শতাংশ।

এদিন ডিএসইর দর বাড়া ৮৬ কোম্পানির মধ্যে সেরা দশের নয় টিই বীমা খাতের কোম্পানি। এদিন সবচেয়ে বেশি শেয়ার দর ৯.৯০ শতাংশ বেড়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের। এছাড়াও ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা বীমা খাতের অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৯.৮৬ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯.৮৩ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৮.৮৯ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৮.৮৭ শতাংশ,  কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৬.৯১ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৬.৭৯ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৬.৬৮ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৬.৪৪ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ৬.১৪ এবং অগ্রণী ইন্স্যুরেন্সের ৬.১০ শতাংশ শেয়ারদর বেড়েছে।

আরও পড়ুন: বোর্ড সভার তারিখ জানিয়েছে ১৮ কোম্পানি

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক শূন্য দশমিক ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৬৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে ২ হাজার ১৯৬ পয়েন্টে অবস্থান করছে।

অপরদিকে, সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৭৮ পয়েন্টে। এদিন সিএসইতে ১৯ কোটি ২৮ লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৮ কোটি ৭৫ লাখ টাকা বেশি। গত কার্যদিবসে সিএসইতে ১০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সিএসইতে লেনদেনে অংশ নেয়া হওয়া ২১৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৬টি, কমেছে ৬৮টি এবং অপরিবর্তিত ছিল ৮১টির।

ঢাকা/এসএ