সূচকের পতনে বেড়েছে লেনদেন

- আপডেট: ০৪:০৩:২১ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
- / ১০৩১১ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০২ মার্চ) সকল মূল্যসূচকের পতনে কমেছে টাকার অংকে লেনদেন। সেইসাথে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০ দশমিক ৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৩৬ পয়েন্টে।
অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৬ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ০১ দশমিক ৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০৩ পয়েন্টে।
আরও পড়ুন: মূল্য সংবেদনশীল তথ্য নেই আরামিট সিমেন্টের
এদিন ডিএসইতে মোট ৪১৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৮৭ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার।
আজ লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৪ টির, কমেছে ১৮৪ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৬৭ টি কোম্পানির বাজারদর।
ঢাকা/এসএইচ