সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

- আপডেট: ১২:২৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ১০৩৫৬ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৬ ফেব্রুয়ারি) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ৩২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১ দশমিক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৫৯ পয়েন্টে।
শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৫ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৫ পয়েন্টে।
আরও পড়ুন: চাকরি জালিয়াতি, বিএসইসির ৯ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৫৮ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৯ টির, কমেছে ১৩৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮ টি কোম্পানির শেয়ারদর।
ঢাকা/এসএইচ