সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ছাড়ালো ৫০০ কোটি

- আপডেট: ০৩:১১:৪২ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
- / ১০৩৭৪ বার দেখা হয়েছে
ঈদের ছুটি শেষে প্রথম ৩ কার্যদিবস টানা পতন হয় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। তবে আজ বুধবার (০৯ এপ্রিল) মূল্যসূচকের উত্থান হয়েছে। এছাড়া ঈদের পর থেকে টানা উত্থানে রয়েছে লেনদেনের পরিমাণ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১৯৬ পয়েন্টে। যা মঙ্গলবার ১১ পয়েন্ট, সোমবার ৮ পয়েন্ট ও রবিবার ১৪ পয়েন্ট কমেছিল।
বুধবার ডিএসইতে ৫২৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৮৩ কোটি ৬২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৪৩ কোটি ৫৭ লাখ টাকার বা ৯ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪৪ টি বা ৩৬.৪৬ শতাংশের। আর দর কমেছে ১৯৩ টি বা ৪৮.৮৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৮ টি বা ১৪.৬৮ শতাংশের।
আরও পড়ুন: নতুন শরিয়াহ্ অ্যাডভাইজারি কাউন্সিল গঠন করবে বিএসইসি
অপরদিকে সিএসইতে বুধবার ৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৮ টির, কমেছে ১০৮ টির এবং পরিবর্তন হয়নি ৩৩ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৫১১ পয়েন্টে। আগেরদিন সিএসইতে ৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট কমেছিল।
ঢাকা/টিএ