সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৪৯৪ কোটি টাকা

- আপডেট: ০২:৫৯:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
- / ১০৩৫১ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৯ জুন) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৬ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে টাকা অংকে লেনদেনের হয়েছে ৪৯৪ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, রোববার (২৯ জুন) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬ দশমিক ৯৪ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮৩৯ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ১০৬১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৫৮ পয়েন্ট কমে ১৮১৬ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪৯৪ কোটি ৩৪ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৭৮ কোটি ৬৮ লাখ ১৪ হাজার টাকা।
আরও পড়ুন: মেঘনা পেট্রোলিয়ামে কোম্পানি সচিব নিয়োগ
এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৬টি কোম্পানির, বিপরীতে ১৪৮ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
ঢাকা/এসএইচ