সূচকে মিশ্র প্রতিক্রিয়ায় শেষ হলো আজকের লেনদেন

- আপডেট: ০৩:৩৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
- / ১০৩৬৮ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। তবে গতদিনের তুলনায় লেনদেনের পরিমাণ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, সোমবার (৮ জুলাই) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫ দশমিক ৬৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫৬৪ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ১২১৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৫৯ পয়েন্ট কমে ১৯৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: লুজারের শীর্ষে ইউনিলিভার
আজ ডিএসইতে ৮৮৮ কোটি ৫৭ লাখ ৭১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯০৮ কোটি ৭৭ লাখ ৮৬ হাজার টাকা।
ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬৪টি কোম্পানির, দর কমেছে ১৯৭ কোম্পানির। আর ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
ঢাকা/এসএইচ