সূচক বাড়লেও কমেছে লেনদেন

- আপডেট: ০৬:১৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- / ১০৩৯৬ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ জুন) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন কিছুটা কমেছে। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।Stock market education ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২২ দশমিক ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৫৮ পয়েন্টে।
অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ শূন্য দশমিক ৪ দশমিক ৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৫ দশমিক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৮২ পয়েন্টে।
আরও পড়ুন: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২১ সেপ্টেম্বর
এদিন ডিএসইতে মোট ৩০৫ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩২৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার।
আজ লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭১ টির, কমেছে ২৫৮ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৬৯ টি কোম্পানির বাজারদর।
ঢাকা/এসআর