০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

সোনালী পেপারের রাইট শেয়ার অনুমোদন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৪৫:১০ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
  • / ১০৪০০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রকাশনা খাতের সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেডের ঘোষিত ২:১(আর) অনুপাতে রাইট শেয়ারের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার (২০ এপ্রিল) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের(বিএসইসি) ৮২১তম সভায় অনুমোদন দেওয়া হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এতে বলা হয়, কমিশনের অদ্যকার সভা সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ১০ (দশ) টাকা মূল্যের ১ কোটি ৯ লাখ ৮১ হাজার ৭২৯টি  সাধারণ শেয়ার প্রতিটি ১০ টাকা মূল্যে রাইটস শেয়ার হিসেবে ইস্যুর মাধ্যমে (১R:২ হারে অর্থাৎ বিদ্যমান দুইটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি সাধারণ শেয়ার রাইটস হিসেবে) মোট ১০ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ২৯০ টাকা মূলধন সংগ্রহের জন্য আবেদন করে। সেই প্রেক্ষিতে কমিশন উক্ত আবেদন অনুমোদন করে।

কোম্পানিটি মূলধনী যন্ত্রপাতি ক্রয়ের লক্ষ্যে রাইটস শেয়ার ইস্যুর সিদ্ধান্ত গ্রহন করে। উল্লেখ্য, কোম্পানি আগামী ৫ বছর বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে তারা পরিশোধিত মূলধন বৃদ্ধি করতে পারবে না এবং স্পনসর/ডিরেক্টরদের শেয়ার ৩ বছর লক ইন (Lock-in) থাকবে মর্মে  সিদ্ধান্ত গৃহীত হয়।

রাইটস শেয়ার ডকুমেন্ট অনুযায়ী জুন ৩০, ২০২১ইং তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির নগদ ও বোনাস শেয়ার বিবেচনায়, শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য (NAV)  ২৩৫.২৭ টাকা (With Assets Revaluation), ১০.৯৩ টাকা (Without Assets Revaluation), এবং শেয়ার প্রতি আয় (Diluted EPS) ৪.০৭ টাকা। উল্লেখ্য যে, UCB Investment Limited  সংশ্লিষ্ট ক্ষেত্রে ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

সোনালী পেপারের রাইট শেয়ার অনুমোদন

আপডেট: ০৪:৪৫:১০ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রকাশনা খাতের সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেডের ঘোষিত ২:১(আর) অনুপাতে রাইট শেয়ারের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার (২০ এপ্রিল) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের(বিএসইসি) ৮২১তম সভায় অনুমোদন দেওয়া হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এতে বলা হয়, কমিশনের অদ্যকার সভা সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ১০ (দশ) টাকা মূল্যের ১ কোটি ৯ লাখ ৮১ হাজার ৭২৯টি  সাধারণ শেয়ার প্রতিটি ১০ টাকা মূল্যে রাইটস শেয়ার হিসেবে ইস্যুর মাধ্যমে (১R:২ হারে অর্থাৎ বিদ্যমান দুইটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি সাধারণ শেয়ার রাইটস হিসেবে) মোট ১০ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ২৯০ টাকা মূলধন সংগ্রহের জন্য আবেদন করে। সেই প্রেক্ষিতে কমিশন উক্ত আবেদন অনুমোদন করে।

কোম্পানিটি মূলধনী যন্ত্রপাতি ক্রয়ের লক্ষ্যে রাইটস শেয়ার ইস্যুর সিদ্ধান্ত গ্রহন করে। উল্লেখ্য, কোম্পানি আগামী ৫ বছর বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে তারা পরিশোধিত মূলধন বৃদ্ধি করতে পারবে না এবং স্পনসর/ডিরেক্টরদের শেয়ার ৩ বছর লক ইন (Lock-in) থাকবে মর্মে  সিদ্ধান্ত গৃহীত হয়।

রাইটস শেয়ার ডকুমেন্ট অনুযায়ী জুন ৩০, ২০২১ইং তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির নগদ ও বোনাস শেয়ার বিবেচনায়, শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য (NAV)  ২৩৫.২৭ টাকা (With Assets Revaluation), ১০.৯৩ টাকা (Without Assets Revaluation), এবং শেয়ার প্রতি আয় (Diluted EPS) ৪.০৭ টাকা। উল্লেখ্য যে, UCB Investment Limited  সংশ্লিষ্ট ক্ষেত্রে ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করে।

ঢাকা/এসএ