০২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪

সৌদি আরবের প্রেক্ষাগৃহে বাংলাদেশের ‘সুড়ঙ্গ’!

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
  • / ৪১৮৬ বার দেখা হয়েছে

খবরটা চমকপ্রদ এবং একইসঙ্গে প্রবল সম্ভাবনার বটে। কেননা মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে প্রচুর বাংলাদেশি বসবাস করেন। সেই দেশের প্রেক্ষাগৃহে যদি বাংলাদেশের সিনেমা মুক্তি পায়, তাহলে তা ঢালিউডের জন্য বড় বাজারে পরিণত হতে পারে। আর এই সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে সম্প্রতি মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমার হাত ধরে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

হ্যাঁ, সৌদি আরবের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। সোমবার (৩ জুলাই) খবরটি দিলেন ‘সুড়ঙ্গ’র প্রযোজক শাহরিয়ার শাকিল। এদিন বিকালে স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, মধ্যপ্রাচ্যের সাতটি দেশে ছবিটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।

শাহরিয়ার শাকিলের ভাষ্য, “এই প্রথম সৌদি আরবের প্রেক্ষাগৃহে বাংলাদেশের সিনেমা মুক্তি পাবে। যেহেতু দেশটির সরকার অনুমতি দিয়েছে, আমরা তাই সেখানে মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। মধ্যপ্রাচ্যের মোট সাতটি দেশে ‘সুড়ঙ্গ’ মুক্তি পাবে।”

ঘোষণা দিলেও অবশ্য মধ্যপ্রাচ্যের মুক্তির তারিখ এবং অন্য দেশগুলোর নাম জানালেন না শাহরিয়ার শাকিল। আঁচ করা যায়, বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে। চূড়ান্ত হলেই আসবে তারিখসহ ঘোষণা।

এদিকে আগামী ৭ জুলাই অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’। সেখানে অগ্রিম টিকিট বিক্রিতেও মিলছে বিপুল সাড়া। আগামী ২১ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছবিটি মুক্তি পাবে বলেও জানালেন প্রযোজক। এরপর ২৮ জুলাই দেশটির অন্যান্য অঙ্গরাজ্যের প্রেক্ষাগৃহেও উঠবে আফরান নিশোর প্রথম (বড় পর্দার) সিনেমা।

আরও পড়ুন: বৃষ্টির পানিতে চুলের যেসব ক্ষতি হয়

শুধু তাই নয়, ভারতে মুক্তির বিষয়টিও চূড়ান্ত। সেখানে ‘সুড়ঙ্গ’ মুক্তি দিচ্ছে কলকাতার প্রভাবশালী প্রতিষ্ঠান এসভিএফ। ইতোমধ্যে তারা আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছে। সেন্সর পর্ব সম্পন্ন হলেই জানানো হবে মুক্তির তারিখ।

উল্লেখ্য, রায়হান রাফী নির্মিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে আছেন তমা মির্জা। ছবিটি প্রযোজনা করেছে আলফা আই ও চরকি।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x

সৌদি আরবের প্রেক্ষাগৃহে বাংলাদেশের ‘সুড়ঙ্গ’!

আপডেট: ০৬:০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩

খবরটা চমকপ্রদ এবং একইসঙ্গে প্রবল সম্ভাবনার বটে। কেননা মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে প্রচুর বাংলাদেশি বসবাস করেন। সেই দেশের প্রেক্ষাগৃহে যদি বাংলাদেশের সিনেমা মুক্তি পায়, তাহলে তা ঢালিউডের জন্য বড় বাজারে পরিণত হতে পারে। আর এই সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে সম্প্রতি মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমার হাত ধরে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

হ্যাঁ, সৌদি আরবের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। সোমবার (৩ জুলাই) খবরটি দিলেন ‘সুড়ঙ্গ’র প্রযোজক শাহরিয়ার শাকিল। এদিন বিকালে স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, মধ্যপ্রাচ্যের সাতটি দেশে ছবিটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।

শাহরিয়ার শাকিলের ভাষ্য, “এই প্রথম সৌদি আরবের প্রেক্ষাগৃহে বাংলাদেশের সিনেমা মুক্তি পাবে। যেহেতু দেশটির সরকার অনুমতি দিয়েছে, আমরা তাই সেখানে মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। মধ্যপ্রাচ্যের মোট সাতটি দেশে ‘সুড়ঙ্গ’ মুক্তি পাবে।”

ঘোষণা দিলেও অবশ্য মধ্যপ্রাচ্যের মুক্তির তারিখ এবং অন্য দেশগুলোর নাম জানালেন না শাহরিয়ার শাকিল। আঁচ করা যায়, বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে। চূড়ান্ত হলেই আসবে তারিখসহ ঘোষণা।

এদিকে আগামী ৭ জুলাই অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’। সেখানে অগ্রিম টিকিট বিক্রিতেও মিলছে বিপুল সাড়া। আগামী ২১ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছবিটি মুক্তি পাবে বলেও জানালেন প্রযোজক। এরপর ২৮ জুলাই দেশটির অন্যান্য অঙ্গরাজ্যের প্রেক্ষাগৃহেও উঠবে আফরান নিশোর প্রথম (বড় পর্দার) সিনেমা।

আরও পড়ুন: বৃষ্টির পানিতে চুলের যেসব ক্ষতি হয়

শুধু তাই নয়, ভারতে মুক্তির বিষয়টিও চূড়ান্ত। সেখানে ‘সুড়ঙ্গ’ মুক্তি দিচ্ছে কলকাতার প্রভাবশালী প্রতিষ্ঠান এসভিএফ। ইতোমধ্যে তারা আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছে। সেন্সর পর্ব সম্পন্ন হলেই জানানো হবে মুক্তির তারিখ।

উল্লেখ্য, রায়হান রাফী নির্মিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে আছেন তমা মির্জা। ছবিটি প্রযোজনা করেছে আলফা আই ও চরকি।

ঢাকা/এসএম