সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু

- আপডেট: ০১:১৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
- / ১০৩৬৭ বার দেখা হয়েছে
মধ্যপ্রাচ্যের সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৬ জনই সম্পর্কে আপন ভাই। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া সোমবার (১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, দুর্ঘটনায় নিহতরা রোববার মদিনা থেকে আল বাহাতে ফিরছিলেন। তাদের বহনকারী গাড়িটি তাঈফ-আল বাহা সড়কে পৌঁছালে অপর একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এই ঘটনায় অন্য গাড়ির চালকও প্রাণ হারান।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতদের বাবা-মা এবং আরও তিন ভাই বোন। অবস্থা খারাপ হওয়ায় তাদের সবাইকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তবে অলৌকিকভাবে দুর্ঘটনার সময় গাড়িতে থাকা চার বছরের একটি শিশু কোনো আহত হওয়া ছাড়াই বেঁচে গেছে।
নিহতদের মধ্যে সবার বড় ভাইয়ের বয়স ১৭ বছর। আর সবার ছোট শিশুটির বয়স ছিল মাত্রা আড়াই বছর।নিহত সবাইকে ওইদিনই আসর নামাজ শেষে সৌদির তাঈফে কবরস্থ করা হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে।
আরও পড়ুন: ঈদযাত্রায় ৩৪১ যানবাহন দুর্ঘটনায় নিহত ৩৫৫
নিহতদের ভাই মোহাম্মদ সেলিম আল-ঘামদি জানিয়েছেন, তার পরিবারের সদস্যরা মদিনা থেকে আল-বাহাতে ফিরছিলেন। ওই সময়ই এই করুণ দুর্ঘটনায় কবলে পড়েন তারা। তিনি বলেছেন, ‘মদিনা থেকে আল-বাহাতে ফেরার সময় তাদের গাড়ি আল-বাহার সংযোগ সড়কের কাছে আসার পর দুর্ঘটনার শিকার হয়’
নিহতদের নাম রিম, সালেম, মোহম্মদ, সৌদ, ইয়াহইয়া এবং হামদান বলে জানা গেছে।
ঢাকা/এসএম