স্থানীয় সরকারের ২২৩ নির্বাচনে প্রচারের শেষ সময় ২৫ জুলাই

- আপডেট: ১২:০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
- / ১০৩২২ বার দেখা হয়েছে
স্থানীয় সরকারের ২২৩টি উপ-নির্বাচনে প্রতীক নিয়ে প্রচারে নেমেছেন প্রার্থীরা। যা চলবে ২৫ জুলাই মধ্যরাত জুলাই। অর্থাৎ ১৫ দিন পর্যন্ত প্রার্থীরা প্রচার কাজ চালাতে পারবেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, আগামী ২৭ জুলাই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। এদিন বিভিন্ন জেলা পরিষদের ২৩টি পদে, পৌরসভার পাঁচটি পদে ও ইউনিয়ন পরিষদের ১৯৫টি পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দ হয়েছে বৃহস্পতিবার। প্রার্থীরা প্রতীক নিয়েই প্রচারে নেমেছেন।
আরও পড়ুন: সন্ধ্যায় নতুন কর্মসূচি দেবেন কোটা আন্দোলনকারীরা
স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী, প্রতীক বরাদ্দের পর থেকে ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগ পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে পারেন। আগামী ২৭ জুলাই সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে। সে অনুযায়ী, ১১ জুলাই থেকে ২৫ জুলাই মধ্যরাত ১২টা পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে পারবেন।
এসব নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।
ঢাকা/এসএইচ