স্বচ্ছ নির্বাচনে মার্কিন ভিসানীতি সহায়ক হয়েছে: তথ্যমন্ত্রী

- আপডেট: ০১:৫০:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
- / ১০৪১২ বার দেখা হয়েছে
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী যে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে চান, তারই সহায়ক হয়েছে এই মার্কিন ভিসানীতি।’
আজ সোমবার (২৯ মে) সচিবালয়ে সমসমায়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউভ
তথ্যমন্ত্রী বলেন, ‘মার্কিন ভিসানীতির কারণে বিএনপির জন্য বড় চাপ সৃষ্টি হয়েছে। কেউ যদি গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধা দেয়, আগামী নির্বাচনকে বাধা দেয়, তাহলে এই ভিসানীতির আওতায় পড়বে। এরফলে বিএনপি এখন এসব বাধা দিতে পারবে না। সে কারণেই এই ভিসা নীতি বিএনপির ওপর বড় চাপ সৃষ্টি করবে।’
আরও পড়ুন: সংঘাত নয় শান্তি চাই: প্রধানমন্ত্রী
বিএনপি’র তত্ত্বাবধায়ক সরকারের দাবি মার্কিন সরকারের কাছে কোনও পাত্তা পায়নি বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
ঢাকা/টিএ