হার্ট অ্যাটাক করে সিসিইউতে আফজাল হোসেন

- আপডেট: ০২:৩০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৩৯৯ বার দেখা হয়েছে
একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন হার্ট অ্যাটাক করেছেন। সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে অসুস্থ হলে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তারপর করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক শিহান শাহীন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এ নির্মাতা সংবাদমাধ্যমকে বলেন, আফজাল হোসেন গতরাতে হার্ট অ্যাটাক করেছেন। তারপর সিসিইউতে নেয়া হয়েছে তাকে।
শিহাব শাহীন বলেন, আজ থেকে ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ ফিল্মের শুটিং শুরু করার কথা ছিল আমাদের। কিন্তু হঠাৎ করে আফজাল ভাই গতকাল জানান তিনি অসুস্থ, হাসপাতালে যাচ্ছেন। তিনি অসুস্থ হওয়ায় ফিল্মটির শুটিং বাতিল করা হয়েছে। আফজাল ভাই সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং শুরু করা সম্ভব নয়।
এ নির্মাতা নিজের জীবনের গল্প নিয়ে ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ নির্মাণ করছেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। এই ওয়েব ফিল্মের শুটিং গত ২৭ আগস্ট অস্ট্রেলিয়ায় শুরু হয়। সেখানে টানা চারদিন শুটিংয়ের পর ক’দিন আগেই দেশে ফেরেন পরিচালক ও তার টিম।
আরও পড়ুন: যে বদ অভ্যাসে’ করোনা আক্রান্ত হয়েছিলেন কৃতি
প্রসঙ্গত, আফজাল হোসেন অভিনীত ওয়েব সিরিজের মধ্যে রয়েছে ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন’, ‘রিফিউজি’, ‘ষ’, ‘কারাগার’ ও ‘বোধ’। এছাড়া ‘দুই জীবন’, ‘নতুন বউ’, ‘পালাবি কোথায়’, ‘ঢাকা অ্যাটাক’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।
ঢাকা/এসএম