০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪

হাসপাতাল থেকে ছাড়া পেলেন শুভমান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:২৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
  • / ৪২১৮ বার দেখা হয়েছে

প্লাটিলেট কমে যাওয়ায় সোমবার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল শুভমান গিলকে। ভারতীয় গণমাধ্যমে খবর, আজ মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ভারতীয় তারকা এই ব্যাটার। যদিও এখনও অসুস্থ তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে থাকছেন না আগেই জানা গিয়েছিল। এখনও অনিশ্চিত পাকিস্তানের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচেও। আপাতত বোর্ডের চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন।

বিশ্বকাপের আগমুহূর্তে ডেঙ্গুতে আক্রান্ত হন গিল। যে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামা হয়নি। এমনকি সোমবার (৯ অক্টোবর) জানা যায়, দলের সঙ্গে দিল্লিতে ভ্রমণ করেননি ভারতের এই ওপেনার। ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজ জানায়, গিলের প্লাটিলেটের পরিমাণ কমে যাওয়ায় তাকে চেন্নাইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, আজ হাসপাতাল থেকে ফিরেছেন শুভমান। চেন্নাইয়ের হোটেলে ফিরে গেছেন তিনি। আগামীকাল বুধবার (১১ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ভারত। দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে হবে ম্যাচটি।

আরও পড়ুন: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আফগানদের সঙ্গে এই ম্যাচ তো বটেই, পরের সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচেও গিলকে পাওয়া নিয়ে আছে সংশয়। আগামী শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ভারত-পাকিস্তান মহারণ।

২৪ বছর বয়সী ভারতীয় ওপেনার শুভমান গিল বর্তমানে ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। এবারের বিশ্বকাপের আগে গিলকে নিয়ে উচ্চাশা ছিল সকলের। তবে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণে এখনও বিশ্বকাপে মাঠে নামা হয়নি তার। কবে নাগাদ মাঠে ফিরবেন, তাও নিশ্চিত নন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে শুভমান না খেলায় রোহিত শর্মার সঙ্গে ওপেন করেছিলেন ঈশান কিষাণ। কিন্তু তিনি কোনো রান করতে পারেননি। আফগানিস্তান ম্যাচে আরও একটি সুযোগ পাবেন ঈশান। তবে ভারতীয় দল চাইবে শুভমান দ্রুত সুস্থ হয়ে দলে ফিরুন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ায় কিছুটা স্বস্তি পাবেন রোহিতেরা।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x

হাসপাতাল থেকে ছাড়া পেলেন শুভমান

আপডেট: ০৫:২৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

প্লাটিলেট কমে যাওয়ায় সোমবার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল শুভমান গিলকে। ভারতীয় গণমাধ্যমে খবর, আজ মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ভারতীয় তারকা এই ব্যাটার। যদিও এখনও অসুস্থ তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে থাকছেন না আগেই জানা গিয়েছিল। এখনও অনিশ্চিত পাকিস্তানের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচেও। আপাতত বোর্ডের চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন।

বিশ্বকাপের আগমুহূর্তে ডেঙ্গুতে আক্রান্ত হন গিল। যে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামা হয়নি। এমনকি সোমবার (৯ অক্টোবর) জানা যায়, দলের সঙ্গে দিল্লিতে ভ্রমণ করেননি ভারতের এই ওপেনার। ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজ জানায়, গিলের প্লাটিলেটের পরিমাণ কমে যাওয়ায় তাকে চেন্নাইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, আজ হাসপাতাল থেকে ফিরেছেন শুভমান। চেন্নাইয়ের হোটেলে ফিরে গেছেন তিনি। আগামীকাল বুধবার (১১ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ভারত। দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে হবে ম্যাচটি।

আরও পড়ুন: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আফগানদের সঙ্গে এই ম্যাচ তো বটেই, পরের সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচেও গিলকে পাওয়া নিয়ে আছে সংশয়। আগামী শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ভারত-পাকিস্তান মহারণ।

২৪ বছর বয়সী ভারতীয় ওপেনার শুভমান গিল বর্তমানে ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। এবারের বিশ্বকাপের আগে গিলকে নিয়ে উচ্চাশা ছিল সকলের। তবে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণে এখনও বিশ্বকাপে মাঠে নামা হয়নি তার। কবে নাগাদ মাঠে ফিরবেন, তাও নিশ্চিত নন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে শুভমান না খেলায় রোহিত শর্মার সঙ্গে ওপেন করেছিলেন ঈশান কিষাণ। কিন্তু তিনি কোনো রান করতে পারেননি। আফগানিস্তান ম্যাচে আরও একটি সুযোগ পাবেন ঈশান। তবে ভারতীয় দল চাইবে শুভমান দ্রুত সুস্থ হয়ে দলে ফিরুন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ায় কিছুটা স্বস্তি পাবেন রোহিতেরা।

ঢাকা/এসএম