১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪

হেরে যাওয়ার ভয়ে বিএনপি কোনো নির্বাচনে আসছে না: ওবায়দুল কাদের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:১৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪১১৪ বার দেখা হয়েছে

ফাইল ফটো

আন্দোলনে ব্যর্থতা আর নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিএনপি কোনো নির্বাচন আসছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিং এ মন্তব্য করেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতাদের মিথ্যাচারের ভাঙ্গা রেকর্ড শুনতে শুনতে দেশের মানুষের কান ঝালাপালা হয়ে গেছে। তবে মিথ্যাচারের ধারাবাহিকতায় বিএনপির গলার জোর একটু কমে এসেছে। বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতাই বিএনপিকে বেসামাল ও বেপরোয়া করেছে। তারা এখন তাদের ব্যর্থতার দায় সরকারের উপর চাপাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি বলেছিল নির্বাচন হবে না। পরে বললো নির্বাচনের পর সরকার পাঁচদিনও টিকবে না। সাত জানুয়ারি নির্বাচন হয়েছে, আজ সাতাশ ফেব্রুয়ারি। তারা আসলে যুক্তরাষ্ট্রের কাছে যা চায়, সেটি পাওয়া হলো না। তারা শুনতে চেয়েছিল সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিষেধাজ্ঞা আসবে অথবা ভিসানীতি কার্যকর হবে। তাদের সেই স্বপ্ন পুরণ হলো না।

আরও পড়ুন: জঙ্গিবাদ সন্ত্রাস মাদক দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে

মার্কিন প্রতিনিধি দলের সাথে সাক্ষাতের বিষয়ে কাদের বলেন, মার্কিন প্রতিনিধি দল বিএনপির কথা শুনেছে। তবে যাওয়ার সময় প্রেসিডেন্ট বাইডেনের চিঠির বিষয়টি সামনে এনে বলে গেছে, তারা সরকারের ব্যর্থতা পায়নি। সেজন্য সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x

হেরে যাওয়ার ভয়ে বিএনপি কোনো নির্বাচনে আসছে না: ওবায়দুল কাদের

আপডেট: ০২:১৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪

আন্দোলনে ব্যর্থতা আর নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিএনপি কোনো নির্বাচন আসছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিং এ মন্তব্য করেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতাদের মিথ্যাচারের ভাঙ্গা রেকর্ড শুনতে শুনতে দেশের মানুষের কান ঝালাপালা হয়ে গেছে। তবে মিথ্যাচারের ধারাবাহিকতায় বিএনপির গলার জোর একটু কমে এসেছে। বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতাই বিএনপিকে বেসামাল ও বেপরোয়া করেছে। তারা এখন তাদের ব্যর্থতার দায় সরকারের উপর চাপাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি বলেছিল নির্বাচন হবে না। পরে বললো নির্বাচনের পর সরকার পাঁচদিনও টিকবে না। সাত জানুয়ারি নির্বাচন হয়েছে, আজ সাতাশ ফেব্রুয়ারি। তারা আসলে যুক্তরাষ্ট্রের কাছে যা চায়, সেটি পাওয়া হলো না। তারা শুনতে চেয়েছিল সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিষেধাজ্ঞা আসবে অথবা ভিসানীতি কার্যকর হবে। তাদের সেই স্বপ্ন পুরণ হলো না।

আরও পড়ুন: জঙ্গিবাদ সন্ত্রাস মাদক দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে

মার্কিন প্রতিনিধি দলের সাথে সাক্ষাতের বিষয়ে কাদের বলেন, মার্কিন প্রতিনিধি দল বিএনপির কথা শুনেছে। তবে যাওয়ার সময় প্রেসিডেন্ট বাইডেনের চিঠির বিষয়টি সামনে এনে বলে গেছে, তারা সরকারের ব্যর্থতা পায়নি। সেজন্য সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা।

ঢাকা/এসএম