০৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

হোয়াটসঅ্যাপে এবার কেনাকাটার সুবিধা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:২৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৫১৭ বার দেখা হয়েছে

ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিকসহ বিভিন্ন প্রয়োজনে বিশ্বজুড়ে ব্যবহৃত হচ্ছে হোয়াটসঅ্যাপ। প্রতিদিন বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যা। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আয় বাড়াতে নতুন নতুন ফিচার যুক্ত করা হচ্ছে। এবার কেনাকাটার জন্য মেটা ভেরিফায়েড ব্যবস্থা চালু করা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মেটা মালিকানাধীন জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের চ্যাট অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে বেশ কয়েকটি নতুন ফিচারের ঘোষণা দিয়েছে। এর মধ্যে অন্যতম, ‘ফ্লোস’ ফিচার। এই ফিচারের সুবাদে হোয়াটসঅ্যাপে জরুরি কেনাকাটা করতে পারবেন ব্যবহারকারী। ট্রেনের টিকিট বাছাই, খাবার অর্ডার দেওয়া এবং কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।

হোয়াটসঅ্যাপ একটি ব্লগ পোস্টে জানিয়েছে, ব্যবহারকারীরা তাদের কার্টে আইটেম যোগ করতে পারেন। এরপর সমর্থিত ইউপিআই অ্যাপ, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং আরো অনেক মাধ্যম থেকে তাদের পছন্দের পদ্ধতি ব্যবহার করে অর্থ প্রদান করতে পারবেন।

কেনাকাটার এ সুবিধায় অ্যাকাউন্টে সাপোর্ট পেতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো মেটার ভেরিফায়েড ব্যাজের জন্য সাইনআপ করতে পারবে। মেটা ভেরিফায়েড অতিরিক্ত প্রিমিয়াম ফিচারসহ একটি কাস্টম হোয়াটসঅ্যাপ পেজ তৈরি করা যাবে।

আরও পড়ুন: এক অ্যাকাউন্টে একাধিক প্রোফাইল ব্যবহারের সুবিধা আনছে ফেসবুক

এটি মাল্টি-ডিভাইস সমর্থন যুক্ত। যাতে একাধিক গ্রাহক প্রতিক্রিয়া জানাতে পারেন। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়, ‘আমরা ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় পরিসরে ব্যবসার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগে বিজনেস অ্যাপ ব্যবহার করে ছোট ব্যবসার সঙ্গে মেটা ভেরিফাই করার পরীক্ষা শুরু করব।’

তবে এখনো ফিচারটি সবার জন্য দেওয়া হয়নি। শিগগিরই সুবিধাটি সকলের জন্য উন্মুক্ত করা হবে বলে হোয়াটসঅ্যাপ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

হোয়াটসঅ্যাপে এবার কেনাকাটার সুবিধা

আপডেট: ০৪:২৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিকসহ বিভিন্ন প্রয়োজনে বিশ্বজুড়ে ব্যবহৃত হচ্ছে হোয়াটসঅ্যাপ। প্রতিদিন বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যা। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আয় বাড়াতে নতুন নতুন ফিচার যুক্ত করা হচ্ছে। এবার কেনাকাটার জন্য মেটা ভেরিফায়েড ব্যবস্থা চালু করা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মেটা মালিকানাধীন জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের চ্যাট অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে বেশ কয়েকটি নতুন ফিচারের ঘোষণা দিয়েছে। এর মধ্যে অন্যতম, ‘ফ্লোস’ ফিচার। এই ফিচারের সুবাদে হোয়াটসঅ্যাপে জরুরি কেনাকাটা করতে পারবেন ব্যবহারকারী। ট্রেনের টিকিট বাছাই, খাবার অর্ডার দেওয়া এবং কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।

হোয়াটসঅ্যাপ একটি ব্লগ পোস্টে জানিয়েছে, ব্যবহারকারীরা তাদের কার্টে আইটেম যোগ করতে পারেন। এরপর সমর্থিত ইউপিআই অ্যাপ, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং আরো অনেক মাধ্যম থেকে তাদের পছন্দের পদ্ধতি ব্যবহার করে অর্থ প্রদান করতে পারবেন।

কেনাকাটার এ সুবিধায় অ্যাকাউন্টে সাপোর্ট পেতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো মেটার ভেরিফায়েড ব্যাজের জন্য সাইনআপ করতে পারবে। মেটা ভেরিফায়েড অতিরিক্ত প্রিমিয়াম ফিচারসহ একটি কাস্টম হোয়াটসঅ্যাপ পেজ তৈরি করা যাবে।

আরও পড়ুন: এক অ্যাকাউন্টে একাধিক প্রোফাইল ব্যবহারের সুবিধা আনছে ফেসবুক

এটি মাল্টি-ডিভাইস সমর্থন যুক্ত। যাতে একাধিক গ্রাহক প্রতিক্রিয়া জানাতে পারেন। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়, ‘আমরা ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় পরিসরে ব্যবসার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগে বিজনেস অ্যাপ ব্যবহার করে ছোট ব্যবসার সঙ্গে মেটা ভেরিফাই করার পরীক্ষা শুরু করব।’

তবে এখনো ফিচারটি সবার জন্য দেওয়া হয়নি। শিগগিরই সুবিধাটি সকলের জন্য উন্মুক্ত করা হবে বলে হোয়াটসঅ্যাপ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ঢাকা/এসএম