০৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

হোয়াটস অ্যাপ ব্যবহারে মানতে হবে যেসব শর্ত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৩১:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
  • / ১০৩৭০ বার দেখা হয়েছে

ফেসবুক মালিকানাধীন তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানসহ ভিডিও কলের প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপ নিজেদের ‘টার্মস অ্যান্ড কন্ডিশন’ বা শর্তাবলীতে পরিবর্তন আনতে যাচ্ছে। ব্যবহারকারীরা চাইলে নতুন এসব শর্ত মেনে হোয়াটস অ্যাপ ব্যবহার করতে পারেন। আর নাহলে আইডি বা হোয়াটস অ্যাপ একাউন্ট মুছে ফেলতে পারেন।

আসছে বছরের ৮ ফেব্রুয়ারি থেকে ব্যবহারকারীদের জন্য এসব শর্তাবলী কার্যকর করতে যাচ্ছে হোয়াটস অ্যাপ। ওয়াবেটা ইনফো’র বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারত ভিত্তিক প্রযুক্তি বিষয়ক পোর্টাল গ্যাজেটস নাউ ডট কম।

গ্যাজেটস নাউ বলছে, ওয়াবেটা ইনফো হোয়াটস অ্যাপের হালনাগাদ করা নতুন শর্তাবলীর কিছু স্ক্রিনশট ইন্টারনেটে শেয়ার করেছে। সেখানে দেখা যাচ্ছে মূলত দুইটি গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের টার্মস অ্যান্ড কন্ডিশনে আপডেট এনেছে হোয়াটস অ্যাপ।

এক, হোয়াটস কীভাবে ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণ করবে এবং দুই, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে ফেসবুকে তাদের অনলাইন স্টোর ও তাদের হোয়াটস অ্যাপ চ্যাটের তথ্য সংরক্ষণ করবে- এই সংক্রান্ত শর্ত মেনে নিতে হবে ব্যবহারকারীদের।

প্রতিবেদনে আরও বলা হয়, কোনো ব্যবহারকারী সেসব শর্তে রাজি থাকলে সম্মতিসূচক ‘Agree’ অপশনে ক্লিক করে হোয়াটস অ্যাপ ব্যবহার করে যেতে পারেন। আর যদি কেউ রাজি না থাকেন তাহলে তিনি আর হোয়াটস অ্যাপ ব্যবহার করতে পারবেন না। এক্ষেত্রে ব্যবহারকারী হোয়াটস অ্যাপ সেটিংস অপশনে গিয়ে নিজের আইডি বা একাউন্ট মুছে ফেলতে পারেন।

তবে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

হোয়াটস অ্যাপ ব্যবহারে মানতে হবে যেসব শর্ত

আপডেট: ১২:৩১:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০

ফেসবুক মালিকানাধীন তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানসহ ভিডিও কলের প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপ নিজেদের ‘টার্মস অ্যান্ড কন্ডিশন’ বা শর্তাবলীতে পরিবর্তন আনতে যাচ্ছে। ব্যবহারকারীরা চাইলে নতুন এসব শর্ত মেনে হোয়াটস অ্যাপ ব্যবহার করতে পারেন। আর নাহলে আইডি বা হোয়াটস অ্যাপ একাউন্ট মুছে ফেলতে পারেন।

আসছে বছরের ৮ ফেব্রুয়ারি থেকে ব্যবহারকারীদের জন্য এসব শর্তাবলী কার্যকর করতে যাচ্ছে হোয়াটস অ্যাপ। ওয়াবেটা ইনফো’র বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারত ভিত্তিক প্রযুক্তি বিষয়ক পোর্টাল গ্যাজেটস নাউ ডট কম।

গ্যাজেটস নাউ বলছে, ওয়াবেটা ইনফো হোয়াটস অ্যাপের হালনাগাদ করা নতুন শর্তাবলীর কিছু স্ক্রিনশট ইন্টারনেটে শেয়ার করেছে। সেখানে দেখা যাচ্ছে মূলত দুইটি গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের টার্মস অ্যান্ড কন্ডিশনে আপডেট এনেছে হোয়াটস অ্যাপ।

এক, হোয়াটস কীভাবে ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণ করবে এবং দুই, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে ফেসবুকে তাদের অনলাইন স্টোর ও তাদের হোয়াটস অ্যাপ চ্যাটের তথ্য সংরক্ষণ করবে- এই সংক্রান্ত শর্ত মেনে নিতে হবে ব্যবহারকারীদের।

প্রতিবেদনে আরও বলা হয়, কোনো ব্যবহারকারী সেসব শর্তে রাজি থাকলে সম্মতিসূচক ‘Agree’ অপশনে ক্লিক করে হোয়াটস অ্যাপ ব্যবহার করে যেতে পারেন। আর যদি কেউ রাজি না থাকেন তাহলে তিনি আর হোয়াটস অ্যাপ ব্যবহার করতে পারবেন না। এক্ষেত্রে ব্যবহারকারী হোয়াটস অ্যাপ সেটিংস অপশনে গিয়ে নিজের আইডি বা একাউন্ট মুছে ফেলতে পারেন।

তবে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষ