১০:০১ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

১২ সিটি কর্পোরেশনে প্রশাসক পদে দায়িত্ব পেলেন যারা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:২১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
  • / ১০৪১৯ বার দেখা হয়েছে

পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদের চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণের পর এসব পদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার ও সোমবার (১৮ ও ১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দেশের ৩৩০ পৌরসভায় প্রশাসক পদে কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এই পদগুলোতে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনার (ভূমি) পদের কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া, ৪৯৫টি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারদের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্ব স্ব উপজেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ

এদিকে, আটটি বিভাগীয় জেলায় অতিরিক্ত বিভাগীয় কমিশনারদের (সার্বিক) জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। বাকি ৫৩ জেলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা (ডিসি) জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে ১২ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মহ. শের আলীকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসানকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, খুলনার বিভাগীয় কমিশনারকে খুলনা সিটি কর্পোরেশন, রাজশাহী বিভাগীয় কমিশনারকে রাজশাহী সিটি কর্পোরেশন, সিলেট বিভাগীয় কমিশনারকে সিলেট সিটি কর্পোরেশন, বরিশাল বিভাগীয় কমিশনারকে বরিশাল সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামানকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মহাপরিচালককে (অতিরিক্ত সচিব) কুমিল্লা সিটি কর্পোরেশন, রংপুর বিভাগীয় কমিশনারকে রংপুর সিটি কর্পোরেশন, গাজীপুর বিভাগীয় কমিশনারকে গাজীপুর সিটি কর্পোরেশন এবং ময়মনসিংহ বিভাগীয় কমিশনারকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

১২ সিটি কর্পোরেশনে প্রশাসক পদে দায়িত্ব পেলেন যারা

আপডেট: ০৪:২১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪

পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদের চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণের পর এসব পদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার ও সোমবার (১৮ ও ১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দেশের ৩৩০ পৌরসভায় প্রশাসক পদে কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এই পদগুলোতে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনার (ভূমি) পদের কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া, ৪৯৫টি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারদের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্ব স্ব উপজেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ

এদিকে, আটটি বিভাগীয় জেলায় অতিরিক্ত বিভাগীয় কমিশনারদের (সার্বিক) জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। বাকি ৫৩ জেলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা (ডিসি) জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে ১২ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মহ. শের আলীকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসানকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, খুলনার বিভাগীয় কমিশনারকে খুলনা সিটি কর্পোরেশন, রাজশাহী বিভাগীয় কমিশনারকে রাজশাহী সিটি কর্পোরেশন, সিলেট বিভাগীয় কমিশনারকে সিলেট সিটি কর্পোরেশন, বরিশাল বিভাগীয় কমিশনারকে বরিশাল সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামানকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মহাপরিচালককে (অতিরিক্ত সচিব) কুমিল্লা সিটি কর্পোরেশন, রংপুর বিভাগীয় কমিশনারকে রংপুর সিটি কর্পোরেশন, গাজীপুর বিভাগীয় কমিশনারকে গাজীপুর সিটি কর্পোরেশন এবং ময়মনসিংহ বিভাগীয় কমিশনারকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকা/এসএইচ