০৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

১২-১৩ এপ্রিল ব্যাংকে লেনদেন ১০টা থেকে ১টা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
  • / ১০৪০২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে সীমিত পরিসরে ব্যাংকিং সেবার ১২ ও ১৩ এপ্রিলের সময়সূচি পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত একটি সার্কুলার সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ৪ এপ্রিলের সার্কুলারের অনুবৃত্তিক্রমে ১২ ও ১৩ এপ্রিল পর্যন্ত দৈনিক ব্যাংকিং লেনদেনের সময়সূচি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারণ করা হলো। এক্ষেত্রে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনে অপরাহ্ন ৩ টা পর্যন্ত খোলা রাখা যাবে।

ঢাকা/ওএস/

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

১২-১৩ এপ্রিল ব্যাংকে লেনদেন ১০টা থেকে ১টা

আপডেট: ০৮:০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে সীমিত পরিসরে ব্যাংকিং সেবার ১২ ও ১৩ এপ্রিলের সময়সূচি পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত একটি সার্কুলার সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ৪ এপ্রিলের সার্কুলারের অনুবৃত্তিক্রমে ১২ ও ১৩ এপ্রিল পর্যন্ত দৈনিক ব্যাংকিং লেনদেনের সময়সূচি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারণ করা হলো। এক্ষেত্রে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনে অপরাহ্ন ৩ টা পর্যন্ত খোলা রাখা যাবে।

ঢাকা/ওএস/