‘১৪ এপ্রিলের মধ্যে নদীগুলোর স্থানীয় নাম প্রকাশ করা হবে’

- আপডেট: ০৩:২৮:০২ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / ১০২৮৩ বার দেখা হয়েছে
১৪ এপ্রিলের মধ্যে বাংলাদেশের নদীগুলোর স্থানীয় নামসহ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ শনিবার (২২ মার্চ) রাজধানীর পানি ভবনে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা জানান।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আলোচনায় বক্তারা দেশের নদী দূষণ এবং নদী দখলে সরকারের করণীয়সহ ভূগর্ভস্থ পানি ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। এসময় পানি নীতি ও জাতীয় পানি সম্পদ পরিকল্পনা আপডেট করার গুরুত্ব তুলে ধরেন উপদেষ্টা রিজওয়ানা। তিনি বলেন, আগামী বর্ষা মৌসুমে বন্যা ও জলোচ্ছ্বাস মোকাবিলার প্রস্তুতির পরিকল্পনা এপ্রিল মাসের মধ্যেই দিতে হবে।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন
এছাড়াও, পানি উন্নয়ন বোর্ডের প্রশাসনিক সংস্কারের প্রয়োজনীয়তার কথাও আলোচনা করেন রিজওয়ানা হাসান। সেইসঙ্গে, ঢাকার ৪টি নদীসহ সারাদেশের ১০টি নদীর কাজ জুনের মধ্যে শুরু করা হবে বলেও জানান তিনি।
ঢাকা/টিএ