২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণ: প্রেস সচিব

- আপডেট: ০৬:১৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- / ১০২৮৫ বার দেখা হয়েছে
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রির এলডিসি থেকে উত্তরণ নিয়ে অনেকদিন ধরে কথা হচ্ছে। ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে যে, আমরা ২০২৬ সালে এলডিসি গ্র্যাজুয়েশন করবো। এই বিষয়ে আজকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
প্রেস সচিব বলেন, এই কাজে যে চ্যালেঞ্জগুলো আসবে, সেগুলো নিয়ে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন প্রধান উপদেষ্টা। সে অনুযায়ী অনেকগুলো পজিশন পেপার করা হয়েছে। সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ২০২৬ সালে যখন এলডিসি গ্র্যাজুয়েশন হবে বাংলাদেশের জাতীয় মর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং বাণিজ্য সক্ষমতা আরও বাড়বে।
আরও পড়ুন: ‘ট্যাক্স বাড়িয়ে সিগারেটের ব্যবহার কমানোর ধারণা ব্যর্থ’
ঢাকা/এসএইচ