০৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ জুন ২০২৪

২২ মুক্তিযোদ্ধার নাম গেজেট থেকে বাতিল অবৈধ: হাইকোর্ট

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৩৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
  • / ৪২২৮ বার দেখা হয়েছে

ফাইল ফটো

গাইবান্ধার গোবিন্দগঞ্জের ২২ জন বীর মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডোর নাম মুক্তিযোদ্ধাদের সরকারি গেজেট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে অবৈধ বলে ঘোষণা দিয়েছেন হাইকোর্ট। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) নয়, এ ধরনের সিদ্ধান্ত সরকার ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় নিতে পারে বলে ঘোষণায় উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী এবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী তৌফিক ইনাম টিপু এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসকে সাইফুজ্জামান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

২০১৬ সালে গেজেটেড তালিকা থেকে ২২ জন বীর মুক্তিযোদ্ধার নাম বাদ দেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। জামুকার এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়।

এর আগে জামুকার সিদ্ধান্ত স্থগিত করেছিল হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে বীর মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করা গেজেট বাতিলের এখতিয়ার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের নেই।

আরও পড়ুন: সংসদ অধিবেশন উপলক্ষে ডিএমপির নিষেধাজ্ঞা

মামলার বিবরণে জানা যায়, মুক্তিযুদ্ধকালীন সময়ে রিট আবেদনকারী ২২ জনসহ ৪৭৯ জন মুক্তিযোদ্ধা ভারত থেকে নৌ-কমান্ডো প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর সাত সদস্যবিশিষ্ট জাতীয় কমিটি ২০০১ সালে এ নৌ-কমান্ডো মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করেছিল। পরে ২০০৪ সালের ১৫ জুন এবং ২০০৫ সালের ১৭ এপ্রিল দুই দফায় ৪৭৯ জন নৌ-কমান্ডোর নাম মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করা হয়। এরপর থেকে তারা মুক্তিযোদ্ধা সন্মানী ভাতা পাচ্ছেন।

তবে গত ৭ এপ্রিল জামুকার ৩৫তম সভায় রিট আবেদনকারীসহ ২৪ জন মুক্তিযোদ্ধার স্বীকৃতি সংক্রান্ত গেজেট বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সিদ্ধন্তের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা আবু হান্নান সরকারসহ ২২ জন গত ৮ মে হাইকোর্টে একটি রিট আবেদন করেন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

২২ মুক্তিযোদ্ধার নাম গেজেট থেকে বাতিল অবৈধ: হাইকোর্ট

আপডেট: ০৪:৩৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জের ২২ জন বীর মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডোর নাম মুক্তিযোদ্ধাদের সরকারি গেজেট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে অবৈধ বলে ঘোষণা দিয়েছেন হাইকোর্ট। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) নয়, এ ধরনের সিদ্ধান্ত সরকার ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় নিতে পারে বলে ঘোষণায় উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী এবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী তৌফিক ইনাম টিপু এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসকে সাইফুজ্জামান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

২০১৬ সালে গেজেটেড তালিকা থেকে ২২ জন বীর মুক্তিযোদ্ধার নাম বাদ দেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। জামুকার এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়।

এর আগে জামুকার সিদ্ধান্ত স্থগিত করেছিল হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে বীর মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করা গেজেট বাতিলের এখতিয়ার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের নেই।

আরও পড়ুন: সংসদ অধিবেশন উপলক্ষে ডিএমপির নিষেধাজ্ঞা

মামলার বিবরণে জানা যায়, মুক্তিযুদ্ধকালীন সময়ে রিট আবেদনকারী ২২ জনসহ ৪৭৯ জন মুক্তিযোদ্ধা ভারত থেকে নৌ-কমান্ডো প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর সাত সদস্যবিশিষ্ট জাতীয় কমিটি ২০০১ সালে এ নৌ-কমান্ডো মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করেছিল। পরে ২০০৪ সালের ১৫ জুন এবং ২০০৫ সালের ১৭ এপ্রিল দুই দফায় ৪৭৯ জন নৌ-কমান্ডোর নাম মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করা হয়। এরপর থেকে তারা মুক্তিযোদ্ধা সন্মানী ভাতা পাচ্ছেন।

তবে গত ৭ এপ্রিল জামুকার ৩৫তম সভায় রিট আবেদনকারীসহ ২৪ জন মুক্তিযোদ্ধার স্বীকৃতি সংক্রান্ত গেজেট বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সিদ্ধন্তের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা আবু হান্নান সরকারসহ ২২ জন গত ৮ মে হাইকোর্টে একটি রিট আবেদন করেন।

ঢাকা/এসএ