১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৪ মৃত্যু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৪২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৩৮৭ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৪ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়াল ৬৭১ জনে। এর মধ্যে ঢাকা শহরে মৃত্যু হয়েছে ৪৭৬ জনের এবং ঢাকার বাইরে ১৮১ জনের। বুধবার নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১১৫ জন। আগের দিন মঙ্গলবার ১১ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২ হাজার ৮৭২ জন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৮ হাজার ২২ জনে। চলতি মাসের ৬ দিনে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৭৮ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ২১৪ জন। তার আগের মাস আগস্টে মৃত্যু হয়েছিল ৩৪২ জনের। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং নারী হচ্ছেন ৩৮ দশমিক ১ শতাংশ।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯ হাজার ১২৭ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩ হাজার ৯৪৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ১৮১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে, ২০০০ সালের পর থেকে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে শুরু করে। এর মধ্যে গত বছর অর্থাৎ ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন এবং মারা গিয়েছিলেন ২৮১ জন। যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ মৃত্যু।

আরও পড়ুন: যে ৫ খাবার নিয়মিত খেলে কমবে ডায়াবেটিসের ঝুঁকি

এরপর ২০১৯ সালে দ্বিতীয় সর্বোচ্চ ১৭৯ জনের মৃত্যু হয় এবং ১ লাখ ১ হাজার ৩৫৪ জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন। এটিই ছিল দেশে কোনো বছরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা। কিন্তু এ বছর বিগত ২৩ বছরের মধ্যে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে।

অধিদপ্তরের তথ্যমতে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ২২ রোগী। এর মধ্যে ঢাকা নগরীতে ৬৩ হাজার ২৭৩ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৭৪ হাজার ৭৪৯ জন।

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৪ মৃত্যু

আপডেট: ০৬:৪২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৪ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়াল ৬৭১ জনে। এর মধ্যে ঢাকা শহরে মৃত্যু হয়েছে ৪৭৬ জনের এবং ঢাকার বাইরে ১৮১ জনের। বুধবার নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১১৫ জন। আগের দিন মঙ্গলবার ১১ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২ হাজার ৮৭২ জন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৮ হাজার ২২ জনে। চলতি মাসের ৬ দিনে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৭৮ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ২১৪ জন। তার আগের মাস আগস্টে মৃত্যু হয়েছিল ৩৪২ জনের। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং নারী হচ্ছেন ৩৮ দশমিক ১ শতাংশ।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯ হাজার ১২৭ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩ হাজার ৯৪৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ১৮১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে, ২০০০ সালের পর থেকে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে শুরু করে। এর মধ্যে গত বছর অর্থাৎ ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন এবং মারা গিয়েছিলেন ২৮১ জন। যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ মৃত্যু।

আরও পড়ুন: যে ৫ খাবার নিয়মিত খেলে কমবে ডায়াবেটিসের ঝুঁকি

এরপর ২০১৯ সালে দ্বিতীয় সর্বোচ্চ ১৭৯ জনের মৃত্যু হয় এবং ১ লাখ ১ হাজার ৩৫৪ জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন। এটিই ছিল দেশে কোনো বছরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা। কিন্তু এ বছর বিগত ২৩ বছরের মধ্যে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে।

অধিদপ্তরের তথ্যমতে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ২২ রোগী। এর মধ্যে ঢাকা নগরীতে ৬৩ হাজার ২৭৩ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৭৪ হাজার ৭৪৯ জন।

ঢাকা/এসএম