১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

২৮ অক্টোবর রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে: তথ্যমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৩৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
  • / ১০৪৬০ বার দেখা হয়েছে

আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে বলে ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ রোববার (২২ অক্টোবর) সচিবালয়ে ‘বঙ্গবন্ধু সমগ্র’ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউভ

আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ। এ কর্মসূচি নিয়ে আপনারা চাপ অনুভব করছেন কি না- জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ‘দেখুন বিএনপির মহাসমাবেশ, ছোট সমাবেশ, মাঝারি সমাবেশ, বিএনপির হাঁটা কর্মসূচি, দৌড় কর্মসূচি, বসা কর্মসূচি, ভবিষ্যতে হয়তো হামাগুঁড়ি কর্মসূচি- এগুলো নিয়ে আমরা কখনোই চাপ অনুভব করিনি। আমরা রাজপথের দল আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। ২৮ তারিখে (অক্টোবর) রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে ইনশাআল্লাহ।’

ড. হাছান বলেন, ফখরুল সাহেব আগেও বলেছেন পাকিস্তানই ভালো ছিল। এখানে স্পষ্ট বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখেননি তিনি। তারা বাবাও পাকিস্তানের সমর্থক ছিলেন। এটা দিবালোকের মতো সত্য। আসলেই মির্জা ফখরুল বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন। উনার বক্তব্য বলে উনি এদেশকে নিয়ে স্বপ্ন দেখেননি। দেশের উন্নয়নে হতাশ ফখরুল সাহেব। কারণ উনি পাকিস্তানের স্বপ্ন দেখেন।

আরও পড়ুন: বিএনপির সমাবেশ নিয়ে নিরাপত্তার শঙ্কা নেই: ডিবিপ্রধান

তিনি বলেন, বিএনপি পাকিস্তানপন্থীদের নিয়ে দল গঠন করেছিল। তাই তারা বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখতে পারে না। ফলে যখন এদেশ নিয়ে প্রশংসায় ভাসছে বিশ্ব, তখন দলটি বলে ভিন্ন কথা। পাকিস্তানি ভাবধারা চর্চা করেছিল তারা। বঙ্গবন্ধু যখন দেশকে স্বাধীনতা এনে দিলেন তখনই চেতনার বেদীমূলে আঘাত করেছে বিএনপি।

বঙ্গবন্ধুর বায়োপিকে জিয়াউর রহমানের উপস্থিতি ঠিক মনে হচ্ছে না- বিএনপির এমন প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, বঙ্গবন্ধুর জীবন নিয়ে এ সিনেমা। জাতির পিতার হত্যার সঙ্গে জিয়া উপস্থিত। বরং সিনেমাতে তার সংশ্লিষ্টতা বেশি দেখানো হয়নি। এ ছবি দেশ- বিদেশে ব্যাপক সাড়া জাগিয়েছে। ফলে বিএনপির গাত্রদাহ হবে- এটাই স্বাভাবিক।

তিনি বলেন, বঙ্গবন্ধু কীভাবে খোকা থেকে শেখ মুজিব, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়ে উঠেছেন, সেসব বিষয় এ ছবিতে তুলে আনা হয়েছে। দেশের বাইরে থেকেও প্রচুর অনুরোধ আসছে এটি আন্তর্জাতিকভাবে প্রদর্শনের।

ঢাকা/এসএ

শেয়ার করুন

২৮ অক্টোবর রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে: তথ্যমন্ত্রী

আপডেট: ০২:৩৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩

আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে বলে ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ রোববার (২২ অক্টোবর) সচিবালয়ে ‘বঙ্গবন্ধু সমগ্র’ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউভ

আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ। এ কর্মসূচি নিয়ে আপনারা চাপ অনুভব করছেন কি না- জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ‘দেখুন বিএনপির মহাসমাবেশ, ছোট সমাবেশ, মাঝারি সমাবেশ, বিএনপির হাঁটা কর্মসূচি, দৌড় কর্মসূচি, বসা কর্মসূচি, ভবিষ্যতে হয়তো হামাগুঁড়ি কর্মসূচি- এগুলো নিয়ে আমরা কখনোই চাপ অনুভব করিনি। আমরা রাজপথের দল আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। ২৮ তারিখে (অক্টোবর) রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে ইনশাআল্লাহ।’

ড. হাছান বলেন, ফখরুল সাহেব আগেও বলেছেন পাকিস্তানই ভালো ছিল। এখানে স্পষ্ট বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখেননি তিনি। তারা বাবাও পাকিস্তানের সমর্থক ছিলেন। এটা দিবালোকের মতো সত্য। আসলেই মির্জা ফখরুল বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন। উনার বক্তব্য বলে উনি এদেশকে নিয়ে স্বপ্ন দেখেননি। দেশের উন্নয়নে হতাশ ফখরুল সাহেব। কারণ উনি পাকিস্তানের স্বপ্ন দেখেন।

আরও পড়ুন: বিএনপির সমাবেশ নিয়ে নিরাপত্তার শঙ্কা নেই: ডিবিপ্রধান

তিনি বলেন, বিএনপি পাকিস্তানপন্থীদের নিয়ে দল গঠন করেছিল। তাই তারা বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখতে পারে না। ফলে যখন এদেশ নিয়ে প্রশংসায় ভাসছে বিশ্ব, তখন দলটি বলে ভিন্ন কথা। পাকিস্তানি ভাবধারা চর্চা করেছিল তারা। বঙ্গবন্ধু যখন দেশকে স্বাধীনতা এনে দিলেন তখনই চেতনার বেদীমূলে আঘাত করেছে বিএনপি।

বঙ্গবন্ধুর বায়োপিকে জিয়াউর রহমানের উপস্থিতি ঠিক মনে হচ্ছে না- বিএনপির এমন প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, বঙ্গবন্ধুর জীবন নিয়ে এ সিনেমা। জাতির পিতার হত্যার সঙ্গে জিয়া উপস্থিত। বরং সিনেমাতে তার সংশ্লিষ্টতা বেশি দেখানো হয়নি। এ ছবি দেশ- বিদেশে ব্যাপক সাড়া জাগিয়েছে। ফলে বিএনপির গাত্রদাহ হবে- এটাই স্বাভাবিক।

তিনি বলেন, বঙ্গবন্ধু কীভাবে খোকা থেকে শেখ মুজিব, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়ে উঠেছেন, সেসব বিষয় এ ছবিতে তুলে আনা হয়েছে। দেশের বাইরে থেকেও প্রচুর অনুরোধ আসছে এটি আন্তর্জাতিকভাবে প্রদর্শনের।

ঢাকা/এসএ