২৯২ শেয়ারের দরপতনে লেনদেন তলানিতে

- আপডেট: ০৩:১১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- / ১০৩৬১ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৪ মে) সূচকের ব্যাপক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে গত কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন। কমেছে ২৯২ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৮ দশমিক ৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৩৫ পয়েন্টে।
অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১০ দশমিক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৭ দশমিক ৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৯১ পয়েন্টে।
আরও পড়ুন: লুজারের শীর্ষে এনআরবি ব্যাংক
এদিন ডিএসইতে মোট ২৯৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৪৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার।
আজ লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬১ টির, কমেছে ২৯২ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৪৬ টি কোম্পানির শেয়ারদর।
ঢাকা/এসএইচ