২ কোটি ৫৩ লাখ শেয়ার হস্তান্তর সম্পন্ন

- আপডেট: ১০:৪৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
- / ১০৩৬৯ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির দুই উদ্যোক্তা পরিচালক পূর্ব ঘোষণা অনুযায়ী ২ কোটি ৫৩ লাখ শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দুইটি হলোঃ লংকাবাংলা ফাইন্যান্স এবং ওয়ালটন হাইটেক।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এর মধ্যে লংকাবাংলা ফাইন্যান্সের উদ্যোক্তা পরিচালক মাহবুব উল আনাম ১ কোটি ৮ লাখ শেয়ার হস্তান্তর করেন। এই উদ্যোক্তা পরিচালক তার ছেলের কাছে উপহার হিসেবে সবগুলো শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।
আরও পড়ুন: কাট্টালি টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
ওয়ালটন হাইটেকের উদ্যোক্তা পরিচালক ১ কেটি ৪৫ লাখ শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছে। এই উদ্যোক্তা পরিচালক তার মেয়ে নিশাত তাসনিম সুচির কাছে ৬০ লাখ ৬০ হাজার শেয়ার, তার ছেলে সাদমান সাকিব ডিপ্রোর কাছে ৬০ লাখ ৬০ হাজার শেয়ার ও তার স্ত্রী জাকিয়া সুলতানার কাছে ২৩ লাখ ৮০ হাজার শেয়ার উপহার হিসেবে হস্তান্তর সম্পন্ন করেছে।
ঢাকা/এসএইচ