০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ ৪৪ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএসইসি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৩৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / ১১০৯০ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪৪টি কোম্পানি উদ্যোক্তা-পরিচালকদের যৌথভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ করার বিধান থাকলেও তার ব্যত্যয় পরিলক্ষিত হচ্ছে। ফলে কোম্পানিগুলো ২০১৯ সালের ২১ মে তারিখে বিএসইসির জারি করা নোফিকেশনের বিধান পরিপালন করছে না।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এ ব্যর্থতার জন্য কোম্পানিগুলোর বিরুদ্ধে সিকিউরিটিজ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার (২৮ মে) বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ২২ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিএসইসি

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসমূহে উদ্যোক্তা-পরিচালকদের যৌথভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ করার বিধান থাকলেও কিছু কোম্পানিতে তার ব্যত্যয় পরিলক্ষিত হচ্ছে। ফলে ২০১৯ সালের ২১ মে তারিখে বিএসইসির জারি করা নোফিকেশনের বিধান পরিপালন করা হচ্ছে না। এ বিষয়ে বিএসইসি ৪৪টি কোম্পানিকে উক্ত বিধান নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়ে চিঠি দিয়েছে। এ ব্যর্থতার জন্য কোম্পানিগুলোর বিরুদ্ধে সিকিউরিটিজ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, গত মঙ্গলবার (২৭ মে) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত জেড ক্যাটাগরির কোম্পানি এবং যেসব কোম্পানিতে উদ্যোক্তা-পরিচালকরা সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হয়েছে, সেসব কোম্পানিতে ‘কর্পোরেট গভার্নেন্স কোড ২০১৮’ পরিপালন করে স্বতন্ত্র পরিচালক নিয়োগের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৫৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ ৪৪ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএসইসি

আপডেট: ০৫:৩৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪৪টি কোম্পানি উদ্যোক্তা-পরিচালকদের যৌথভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ করার বিধান থাকলেও তার ব্যত্যয় পরিলক্ষিত হচ্ছে। ফলে কোম্পানিগুলো ২০১৯ সালের ২১ মে তারিখে বিএসইসির জারি করা নোফিকেশনের বিধান পরিপালন করছে না।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এ ব্যর্থতার জন্য কোম্পানিগুলোর বিরুদ্ধে সিকিউরিটিজ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার (২৮ মে) বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ২২ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিএসইসি

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসমূহে উদ্যোক্তা-পরিচালকদের যৌথভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ করার বিধান থাকলেও কিছু কোম্পানিতে তার ব্যত্যয় পরিলক্ষিত হচ্ছে। ফলে ২০১৯ সালের ২১ মে তারিখে বিএসইসির জারি করা নোফিকেশনের বিধান পরিপালন করা হচ্ছে না। এ বিষয়ে বিএসইসি ৪৪টি কোম্পানিকে উক্ত বিধান নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়ে চিঠি দিয়েছে। এ ব্যর্থতার জন্য কোম্পানিগুলোর বিরুদ্ধে সিকিউরিটিজ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, গত মঙ্গলবার (২৭ মে) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত জেড ক্যাটাগরির কোম্পানি এবং যেসব কোম্পানিতে উদ্যোক্তা-পরিচালকরা সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হয়েছে, সেসব কোম্পানিতে ‘কর্পোরেট গভার্নেন্স কোড ২০১৮’ পরিপালন করে স্বতন্ত্র পরিচালক নিয়োগের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৫৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ঢাকা/এসএইচ