১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

৩১ দফা নিয়ে বিএনপির নতুন কর্মসূচি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৩৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • / ১০৪১৫ বার দেখা হয়েছে

রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে প্রণীত ৩১ দফাকে কেন্দ্র করে সেমিনারের আয়োজন করবে বিএনপি। আগামী ২৩ নভেম্বর রাজধানীর একটি হোটেলে সেমিনারের আয়োজন করবে দলটি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিএনপি সূত্রে জানা গেছে, যুগপৎ আন্দোলনের বাইরে দ্বাদশ সংসদ নির্বাচন করা রাজনৈতিক দলগুলোকে এই সেমিনারে আমন্ত্রণ জানানো হবে। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরাসহ বিশিষ্টজনরা অংশ নেবেন।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আমি সেমিনারের বিষয়ে শুনেছি। তবে এখনো সবকিছু চূড়ান্ত হয়নি।

যুগপৎ আন্দোলনের রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ হিসেবে গত বছরের ১৩ জুলাই ‘সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ‘রাষ্ট্র মেরামতে ৩১ দফা’ ঘোষণা করে বিএনপি।

গণতন্ত্র মঞ্চসহ অন্য দলগুলোর সঙ্গে যুগপৎভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনকারী শক্তিগুলোর প্রতি বিএনপির প্রতিশ্রুতি ছিল এই ৩১ দফা।

এর আগে ২০২২ সালের ১৯ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’ ঘোষণা করেন।

বিগত কিছুদিন ধরে এই ৩১ দফাকে লিফলেট আকারে বিলি ও দেয়াল লিখনের পাশাপাশি ভার্চুয়ালি ভিডিও কনটেন্ট আকারে প্রচার চালিয়ে আসছে বিএনপি।

আরও পড়ুন: আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা, ‘কড়া বার্তা’ আসিফের

বিএনপি নেতারা বলছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা দেশব্যাপী সাধারণ মানুষের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং ধানের শীষ-সংবলিত লিফলেট বিতরণ করছি। এতে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ অত্যন্ত আগ্রহ সহকারে এটি গ্রহণ করছেন।

নেতারা আরও বলেন, ৩১ দফার বর্তমান প্রচারকালে এবং পুনরায় আনুষ্ঠানিক ঘোষণার পর দেশব্যাপী অনুষ্ঠিতব্য সেমিনার থেকে প্রাপ্ত মতামত কিংবা কোনো স্টেকহোল্ডার বা বিশেষজ্ঞ কারোর লিখিত মতামত পেলে সেটা নতুন করে এই রূপরেখায় সন্নিবেশিত করা হবে। কারণ, তারা ৩১ দফাকে আরও যুগোপযোগী ও সমৃদ্ধ করতে চান। প্রয়োজনে সময়ের আবর্তে এটি সংযোজন-বিয়োজন করা যাবে। যাতে এর বাইরে আর কোনো প্রস্তাবনা না থাকে।

৩১ দফার প্রচারণার গুরুত্ব তুলে ধরে দলটির নেতারা বলছেন, বিএনপি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কী কী করতে চায়, এর মধ্য দিয়ে সেটা যেমন জনগণের কাছে তুলে ধরা যাবে; ঠিক তেমনি আগামী নির্বাচনেরও একটি প্রাক-প্রস্তুতি নেওয়া যাবে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

৩১ দফা নিয়ে বিএনপির নতুন কর্মসূচি

আপডেট: ০৬:৩৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে প্রণীত ৩১ দফাকে কেন্দ্র করে সেমিনারের আয়োজন করবে বিএনপি। আগামী ২৩ নভেম্বর রাজধানীর একটি হোটেলে সেমিনারের আয়োজন করবে দলটি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিএনপি সূত্রে জানা গেছে, যুগপৎ আন্দোলনের বাইরে দ্বাদশ সংসদ নির্বাচন করা রাজনৈতিক দলগুলোকে এই সেমিনারে আমন্ত্রণ জানানো হবে। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরাসহ বিশিষ্টজনরা অংশ নেবেন।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আমি সেমিনারের বিষয়ে শুনেছি। তবে এখনো সবকিছু চূড়ান্ত হয়নি।

যুগপৎ আন্দোলনের রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ হিসেবে গত বছরের ১৩ জুলাই ‘সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ‘রাষ্ট্র মেরামতে ৩১ দফা’ ঘোষণা করে বিএনপি।

গণতন্ত্র মঞ্চসহ অন্য দলগুলোর সঙ্গে যুগপৎভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনকারী শক্তিগুলোর প্রতি বিএনপির প্রতিশ্রুতি ছিল এই ৩১ দফা।

এর আগে ২০২২ সালের ১৯ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’ ঘোষণা করেন।

বিগত কিছুদিন ধরে এই ৩১ দফাকে লিফলেট আকারে বিলি ও দেয়াল লিখনের পাশাপাশি ভার্চুয়ালি ভিডিও কনটেন্ট আকারে প্রচার চালিয়ে আসছে বিএনপি।

আরও পড়ুন: আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা, ‘কড়া বার্তা’ আসিফের

বিএনপি নেতারা বলছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা দেশব্যাপী সাধারণ মানুষের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং ধানের শীষ-সংবলিত লিফলেট বিতরণ করছি। এতে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ অত্যন্ত আগ্রহ সহকারে এটি গ্রহণ করছেন।

নেতারা আরও বলেন, ৩১ দফার বর্তমান প্রচারকালে এবং পুনরায় আনুষ্ঠানিক ঘোষণার পর দেশব্যাপী অনুষ্ঠিতব্য সেমিনার থেকে প্রাপ্ত মতামত কিংবা কোনো স্টেকহোল্ডার বা বিশেষজ্ঞ কারোর লিখিত মতামত পেলে সেটা নতুন করে এই রূপরেখায় সন্নিবেশিত করা হবে। কারণ, তারা ৩১ দফাকে আরও যুগোপযোগী ও সমৃদ্ধ করতে চান। প্রয়োজনে সময়ের আবর্তে এটি সংযোজন-বিয়োজন করা যাবে। যাতে এর বাইরে আর কোনো প্রস্তাবনা না থাকে।

৩১ দফার প্রচারণার গুরুত্ব তুলে ধরে দলটির নেতারা বলছেন, বিএনপি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কী কী করতে চায়, এর মধ্য দিয়ে সেটা যেমন জনগণের কাছে তুলে ধরা যাবে; ঠিক তেমনি আগামী নির্বাচনেরও একটি প্রাক-প্রস্তুতি নেওয়া যাবে।

ঢাকা/এসএইচ