০৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪

৩৩ বীমা কোম্পানির প্রয়োজন সাড়ে ৩৫ কোটি শেয়ার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৪৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
  • / ৪১১২ বার দেখা হয়েছে

দেশের বীমা কোম্পানিগুলোর কার্যক্রম যে বীমা আইনে পরিচালিত হয়, সেই বীমা আইন পরিপালন করতে ব্যর্থ হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৩টি নন-লাইফ ইন্সুরেন্স বা জেনারেল ইন্সুরেন্স। এই ৩৩টি জেনারেল ইন্সুরেন্সকে আগামী এক মাসের মধ্যে বীমা আইন-২০১০ এর ২১ (৩) পরিপালন করার নির্দেশনা দিয়েছে খাতটির নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এই ৩৩টি কোম্পানিকে বীমা আইন-২০১০ এর ২১ (৩) পরিপালনের জন্য পুঁজিবাজার থেকে সাড়ে ৩৫ কোটির বেশি শেয়ার সংগ্রহ করতে হবে।

গত ১৭ জানুয়ারি, ২০২১ আইডিআরএ’এর পরিচালক (উপসচিব) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে আগামী এক মাসের মধ্যে বীমা আইন, ২০১০ এর ২১ (৩) ধারা পরিপালনপূর্বক তফসিল-১ অনুযায়ী ন্যূনতম পরিশোধিত মূলধন সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বীমা কোম্পা্‌নিগুলোকে নির্দেশ দেয়া হয়। চিঠির অনুলিপি পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৩টি জেনারেল ইন্সুরেন্স কোম্পানির প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। তবে লাইফ ইন্সুরেন্স কোম্পানিগুলোকে চিঠির অনুলিপি দেয়া হয়নি।

বীমা আইন, ২০১০ এর ২১ (৩) ধারায় নন-লাইফ বা জেনারেল ইন্সুরেন্সের ক্ষেত্রে পরিশোধিত মূলধন ন্যূনতম ৪০ কোটি টাকা থাকার বিধান রয়েছে। যার ৬০ শতাংশ উদ্যোক্তাগণ কর্তৃক প্রদত্ত হবে। অবশিষ্ট ৪০ শতাংশ জনসাধারণের জন্য উম্মুক্ত থাকবে।

ডিএসই সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৭টি জেনারেল ইন্সুরেন্সের মধ্যে ৪ কোম্পানির উদ্যোক্তারা পরিশোধিত মূলধনের ৬০ শতাংশ সংরক্ষণ করছেন। কোম্পানিগুলো হলো-এক্সপ্রেস ইন্সুরেন্স, ক্রিস্টাল ইন্সুরেন্স, ঢাকা ইন্সুরেন্স ও রিলায়েন্স ইন্সুরেন্স। অবশিষ্ট ৩৩টি কোম্পানির উদ্যোক্তারা মূলধনের ৬০ শতাংশ সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছেন। এই ৩৩টি কোম্পানির উদ্যোক্তাদের মূলধনের ন্যূনতম ৬০ শতাংশ শেয়ার সংরক্ষণ করতে হলে মোট ৩৫ কোটি ৪৯ লাখ ৬০ হাজার ৪৭৮টি শেয়ার সংগ্রহ করতে হবে।

এদিকে, পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকার নিচে রয়েছে ৪টি জেনারেল ইন্সুরেন্সে। কোম্পানিগুলো হলো-প্রভাতী ইন্সুরেন্স, অগ্রণী ইন্সুরেন্স, প্যারামাউন্ট ইন্সুরেন্স ও ইসলামিক ইন্সুরেন্স। প্রভাতী ইন্সুরেন্সের পরিশোধিত মূলধন রয়েছে ২৯ কোটি ৭০ লাখ ২৬ হাজার টাকা, অগ্রণী ইন্সুরেন্সের ৩০ কোটি ২৪ লাখ ৪৭ হাজার টাকা, প্যারামাউন্ট ইন্সুরেন্সের ৩৩ কোটি ৮৮ লাখ ৭৫ হাজার টাকা এবং ইসলামিক ইন্সুরেন্সের ৩৭ কোটি ৪২ লাখ ৩০ হাজার টাকা।

নিচে তালিকাভুক্ত ৩৩টি জেনারেল ইন্সুরেন্স কোম্পানির উদ্যোক্তাদের বর্তমান শেয়ার (শতাংশে), ৬০ শতাংশ শেয়ার সংরক্ষণের ঘাটতি শেয়ার (শতাংশে) এবং ৬০ শতাংশ শেয়ার সংরক্ষণ করতে যে পরিমাণ শেয়ার সংগ্রহ করতে হবে, তা নিচে উল্লেখ করা হলো:

ক্রমিক কোম্পানির নাম বর্তমান শেয়ার (%) ঘাটতি শেয়ার (%) প্রয়োজন
প্রভাতী ইন্স্যুরেন্স ৩০.০৩ ২৯.৯৭ ৮৯,০১,৮৪১
কর্ণফুলি ইন্স্যুরেন্স ৩০.১৮ ২৯.৮২ ১,৩৩,৮২,০৫৭
পিপলস ইন্স্যুরেন্স ৩০.৪১ ২৯.৫৯ ১,৩৬,৭০,৫৮০
অগ্রণী ইন্স্যুরেন্স ৩০.৭২ ২৯.২৮ ৮৮,৫৫,৬৪৪
নর্দার্ণ ইন্স্যুরেন্স ৩১.৫৫ ২৮.৪৫ ১,২১,৩৬,৬৫৯
রিপাবলিক ইন্স্যুরেন্স ৩১.৬৭ ২৮.৩৩ ১,৩১,৩৭,২৫৩
পূরবী ইন্সুরেন্স ৩১.৭৫ ২৮.২৫ ১,৫৬,২৩,৭০১
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ৩২.২৫ ২৭.৭৫ ১,১১,০১,৪১৭
মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ৩২.৮৫ ২৭.১৫ ১,১৭,০০,৩৯১
১০ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স ৩৩.৮০ ২৬.২০ ২,৪৪,১৭,৯৬০
১১ বিজিআইসি ৩৩.৯৮ ২৬.০২ ১,৪০,৫৭,৮৯২
১২ নিটল ইন্স্যুরেন্স ৩৫.০০ ২৫.০০ ১,০০,৫১,৯১০
১৩ গ্লোবাল ইন্স্যুরেন্স ৩৫.৬৭ ২৪.৩৩ ৯৮,৬৬,২৪৪
১৪ সিটি ইন্স্যুরেন্স ৩৬.০৬ ২৩.৯৪ ১,৬৩,১৮,৯৭০
১৫ সোনারবাংলা ইন্স্যুরেন্স ৩৬.৭৮ ২৩.২২ ৯২,৯৭,৬২৪
১৬ প্রগতি ইন্স্যুরেন্স ৩৮.১০ ২১.৯০ ৩,৬৮,৫৫,২৮২
১৭ ফেডারেল ইন্স্যুরেন্স ৩৮.২৬ ২১.৭৪ ১,৪৭,০৮,৫৯০
১৮ জনতা ইন্স্যুরেন্স ৩৮.৬৬ ২১.৩৪ ৯০,২৩,৩৬৭
১৯ সেন্ট্রাল ইন্স্যুরেন্স ৩৯.০০ ২১.০০ ১,০৩,৮১,৭৮০
২০ ইসলামী ইন্স্যুরেন্স ৩৯.৪৯ ২০.৫১ ৭৬,৭৫,৪৪১
২১ প্রাইম ইন্স্যুরেন্স ৪১.৬২ ১৮.৩৮ ৭৫,১৩,২৮৪
২২ এশিয়া প্যাসিফিক ৪১.৬৪ ১৮.৩৬ ৭৭,৭৫,৪৬০
২৩ ফনিক্স ইন্স্যুরেন্স ৪১.৬৪ ১৮.৩৬ ৭৪,০৬,৭১৩
২৪ ইউনাইটেড ইন্স্যুরেন্স ৪২.৯৪ ১৭.০৬ ৭৫,৯১,৭০০
২৫ ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ৪৩.১৩ ১৬.৮৭ ১,৩৭,৩৮,৪৯৯
২৬ পাইওনিয়ার ইন্স্যুরেন্স ৪৫.৬২ ১৪.৩৮ ১,০০,৬৩,২১৪
২৭ রূপালী ইন্স্যুরেন্স ৪৬.৩১ ১৩.৬৯ ১,০৪,৯৫,৪৯৫
২৮ এশিয়া ইন্স্যুরেন্স ৪৮.২৭ ১১.৭৩ ৫৫,২১,২৯৪
২৯ প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ৪৮.৪৯ ১১.৫১ ৩৯,০০,৪৪৮
৩০ তাকাফুল ইসলামী ৫০.৮৭ ৯.১৩ ৩৮,৮৮,১৯১
৩১ স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ৫১.৩৬ ৮.৬৪ ৩৭,৪০,৮২৬
৩২ ইস্টার্ন ইন্স্যুরেন্স ৫৫.৪৬ ৪.৫৪ ১৯,৫৭,২০১
৩৩ বিএনআইসিএল ৫৯.৫৪ ০.৪৬ ২,০৩,৫৫০
৩৪ ক্রিস্টাল ইন্স্যুরেন্স ৬০.০০ ০০.০০ —-
৩৫ ঢাকা ইন্স্যুরেন্স ৬১.৩৫ ০০.০০ —-
৩৬ এক্সপ্রেস ইন্স্যুরেন্স ৬০.০০ ০০.০০ —-
৩৭ রিলায়েন্স ইন্স্যুরেন্স ৬৫.২০ ০০.০০ —-
      মোট ৩৫,৪৯,৬০,৪৭৮

শেয়ার করুন

x
English Version

৩৩ বীমা কোম্পানির প্রয়োজন সাড়ে ৩৫ কোটি শেয়ার

আপডেট: ০১:৪৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১

দেশের বীমা কোম্পানিগুলোর কার্যক্রম যে বীমা আইনে পরিচালিত হয়, সেই বীমা আইন পরিপালন করতে ব্যর্থ হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৩টি নন-লাইফ ইন্সুরেন্স বা জেনারেল ইন্সুরেন্স। এই ৩৩টি জেনারেল ইন্সুরেন্সকে আগামী এক মাসের মধ্যে বীমা আইন-২০১০ এর ২১ (৩) পরিপালন করার নির্দেশনা দিয়েছে খাতটির নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এই ৩৩টি কোম্পানিকে বীমা আইন-২০১০ এর ২১ (৩) পরিপালনের জন্য পুঁজিবাজার থেকে সাড়ে ৩৫ কোটির বেশি শেয়ার সংগ্রহ করতে হবে।

গত ১৭ জানুয়ারি, ২০২১ আইডিআরএ’এর পরিচালক (উপসচিব) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে আগামী এক মাসের মধ্যে বীমা আইন, ২০১০ এর ২১ (৩) ধারা পরিপালনপূর্বক তফসিল-১ অনুযায়ী ন্যূনতম পরিশোধিত মূলধন সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বীমা কোম্পা্‌নিগুলোকে নির্দেশ দেয়া হয়। চিঠির অনুলিপি পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৩টি জেনারেল ইন্সুরেন্স কোম্পানির প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। তবে লাইফ ইন্সুরেন্স কোম্পানিগুলোকে চিঠির অনুলিপি দেয়া হয়নি।

বীমা আইন, ২০১০ এর ২১ (৩) ধারায় নন-লাইফ বা জেনারেল ইন্সুরেন্সের ক্ষেত্রে পরিশোধিত মূলধন ন্যূনতম ৪০ কোটি টাকা থাকার বিধান রয়েছে। যার ৬০ শতাংশ উদ্যোক্তাগণ কর্তৃক প্রদত্ত হবে। অবশিষ্ট ৪০ শতাংশ জনসাধারণের জন্য উম্মুক্ত থাকবে।

ডিএসই সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৭টি জেনারেল ইন্সুরেন্সের মধ্যে ৪ কোম্পানির উদ্যোক্তারা পরিশোধিত মূলধনের ৬০ শতাংশ সংরক্ষণ করছেন। কোম্পানিগুলো হলো-এক্সপ্রেস ইন্সুরেন্স, ক্রিস্টাল ইন্সুরেন্স, ঢাকা ইন্সুরেন্স ও রিলায়েন্স ইন্সুরেন্স। অবশিষ্ট ৩৩টি কোম্পানির উদ্যোক্তারা মূলধনের ৬০ শতাংশ সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছেন। এই ৩৩টি কোম্পানির উদ্যোক্তাদের মূলধনের ন্যূনতম ৬০ শতাংশ শেয়ার সংরক্ষণ করতে হলে মোট ৩৫ কোটি ৪৯ লাখ ৬০ হাজার ৪৭৮টি শেয়ার সংগ্রহ করতে হবে।

এদিকে, পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকার নিচে রয়েছে ৪টি জেনারেল ইন্সুরেন্সে। কোম্পানিগুলো হলো-প্রভাতী ইন্সুরেন্স, অগ্রণী ইন্সুরেন্স, প্যারামাউন্ট ইন্সুরেন্স ও ইসলামিক ইন্সুরেন্স। প্রভাতী ইন্সুরেন্সের পরিশোধিত মূলধন রয়েছে ২৯ কোটি ৭০ লাখ ২৬ হাজার টাকা, অগ্রণী ইন্সুরেন্সের ৩০ কোটি ২৪ লাখ ৪৭ হাজার টাকা, প্যারামাউন্ট ইন্সুরেন্সের ৩৩ কোটি ৮৮ লাখ ৭৫ হাজার টাকা এবং ইসলামিক ইন্সুরেন্সের ৩৭ কোটি ৪২ লাখ ৩০ হাজার টাকা।

নিচে তালিকাভুক্ত ৩৩টি জেনারেল ইন্সুরেন্স কোম্পানির উদ্যোক্তাদের বর্তমান শেয়ার (শতাংশে), ৬০ শতাংশ শেয়ার সংরক্ষণের ঘাটতি শেয়ার (শতাংশে) এবং ৬০ শতাংশ শেয়ার সংরক্ষণ করতে যে পরিমাণ শেয়ার সংগ্রহ করতে হবে, তা নিচে উল্লেখ করা হলো:

ক্রমিক কোম্পানির নাম বর্তমান শেয়ার (%) ঘাটতি শেয়ার (%) প্রয়োজন
প্রভাতী ইন্স্যুরেন্স ৩০.০৩ ২৯.৯৭ ৮৯,০১,৮৪১
কর্ণফুলি ইন্স্যুরেন্স ৩০.১৮ ২৯.৮২ ১,৩৩,৮২,০৫৭
পিপলস ইন্স্যুরেন্স ৩০.৪১ ২৯.৫৯ ১,৩৬,৭০,৫৮০
অগ্রণী ইন্স্যুরেন্স ৩০.৭২ ২৯.২৮ ৮৮,৫৫,৬৪৪
নর্দার্ণ ইন্স্যুরেন্স ৩১.৫৫ ২৮.৪৫ ১,২১,৩৬,৬৫৯
রিপাবলিক ইন্স্যুরেন্স ৩১.৬৭ ২৮.৩৩ ১,৩১,৩৭,২৫৩
পূরবী ইন্সুরেন্স ৩১.৭৫ ২৮.২৫ ১,৫৬,২৩,৭০১
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ৩২.২৫ ২৭.৭৫ ১,১১,০১,৪১৭
মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ৩২.৮৫ ২৭.১৫ ১,১৭,০০,৩৯১
১০ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স ৩৩.৮০ ২৬.২০ ২,৪৪,১৭,৯৬০
১১ বিজিআইসি ৩৩.৯৮ ২৬.০২ ১,৪০,৫৭,৮৯২
১২ নিটল ইন্স্যুরেন্স ৩৫.০০ ২৫.০০ ১,০০,৫১,৯১০
১৩ গ্লোবাল ইন্স্যুরেন্স ৩৫.৬৭ ২৪.৩৩ ৯৮,৬৬,২৪৪
১৪ সিটি ইন্স্যুরেন্স ৩৬.০৬ ২৩.৯৪ ১,৬৩,১৮,৯৭০
১৫ সোনারবাংলা ইন্স্যুরেন্স ৩৬.৭৮ ২৩.২২ ৯২,৯৭,৬২৪
১৬ প্রগতি ইন্স্যুরেন্স ৩৮.১০ ২১.৯০ ৩,৬৮,৫৫,২৮২
১৭ ফেডারেল ইন্স্যুরেন্স ৩৮.২৬ ২১.৭৪ ১,৪৭,০৮,৫৯০
১৮ জনতা ইন্স্যুরেন্স ৩৮.৬৬ ২১.৩৪ ৯০,২৩,৩৬৭
১৯ সেন্ট্রাল ইন্স্যুরেন্স ৩৯.০০ ২১.০০ ১,০৩,৮১,৭৮০
২০ ইসলামী ইন্স্যুরেন্স ৩৯.৪৯ ২০.৫১ ৭৬,৭৫,৪৪১
২১ প্রাইম ইন্স্যুরেন্স ৪১.৬২ ১৮.৩৮ ৭৫,১৩,২৮৪
২২ এশিয়া প্যাসিফিক ৪১.৬৪ ১৮.৩৬ ৭৭,৭৫,৪৬০
২৩ ফনিক্স ইন্স্যুরেন্স ৪১.৬৪ ১৮.৩৬ ৭৪,০৬,৭১৩
২৪ ইউনাইটেড ইন্স্যুরেন্স ৪২.৯৪ ১৭.০৬ ৭৫,৯১,৭০০
২৫ ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ৪৩.১৩ ১৬.৮৭ ১,৩৭,৩৮,৪৯৯
২৬ পাইওনিয়ার ইন্স্যুরেন্স ৪৫.৬২ ১৪.৩৮ ১,০০,৬৩,২১৪
২৭ রূপালী ইন্স্যুরেন্স ৪৬.৩১ ১৩.৬৯ ১,০৪,৯৫,৪৯৫
২৮ এশিয়া ইন্স্যুরেন্স ৪৮.২৭ ১১.৭৩ ৫৫,২১,২৯৪
২৯ প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ৪৮.৪৯ ১১.৫১ ৩৯,০০,৪৪৮
৩০ তাকাফুল ইসলামী ৫০.৮৭ ৯.১৩ ৩৮,৮৮,১৯১
৩১ স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ৫১.৩৬ ৮.৬৪ ৩৭,৪০,৮২৬
৩২ ইস্টার্ন ইন্স্যুরেন্স ৫৫.৪৬ ৪.৫৪ ১৯,৫৭,২০১
৩৩ বিএনআইসিএল ৫৯.৫৪ ০.৪৬ ২,০৩,৫৫০
৩৪ ক্রিস্টাল ইন্স্যুরেন্স ৬০.০০ ০০.০০ —-
৩৫ ঢাকা ইন্স্যুরেন্স ৬১.৩৫ ০০.০০ —-
৩৬ এক্সপ্রেস ইন্স্যুরেন্স ৬০.০০ ০০.০০ —-
৩৭ রিলায়েন্স ইন্স্যুরেন্স ৬৫.২০ ০০.০০ —-
      মোট ৩৫,৪৯,৬০,৪৭৮