০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

৩৬ বছর পর চাকসু নির্বাচন, ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:২৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / ১০১৮৭ বার দেখা হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। একইসঙ্গে সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশির নির্দেশও দেওয়া হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ অক্টোবর (বুধবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৬ বছর পর চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন ঘিরে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম, প্রাক্তন শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

এ লক্ষ্যে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ সীমিত করা হয়েছে। একইসঙ্গে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সবসময় পরিচয়পত্র (আইডি কার্ড বা ব্যাংকের রশিদ) সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রয়োজনে তল্লাশি চালানোর জন্য প্রক্টরিয়াল বডি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ক্ষমতা দেওয়া হয়েছে। চাকসু নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সবার সহযোগিতা কামনা করেছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

৩৬ বছর পর চাকসু নির্বাচন, ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

আপডেট: ০৫:২৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। একইসঙ্গে সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশির নির্দেশও দেওয়া হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ অক্টোবর (বুধবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৬ বছর পর চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন ঘিরে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম, প্রাক্তন শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

এ লক্ষ্যে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ সীমিত করা হয়েছে। একইসঙ্গে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সবসময় পরিচয়পত্র (আইডি কার্ড বা ব্যাংকের রশিদ) সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রয়োজনে তল্লাশি চালানোর জন্য প্রক্টরিয়াল বডি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ক্ষমতা দেওয়া হয়েছে। চাকসু নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সবার সহযোগিতা কামনা করেছে।

ঢাকা/এসএইচ