৩ বিভাগে অতি ভারী বর্ষণের আভাস, ভূমিধসের শঙ্কা

- আপডেট: ০৩:২১:৪৪ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- / ১০৩১১ বার দেখা হয়েছে
দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে আজ শনিবার (৫ জুলাই) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের ভারীর বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সতর্কবার্তায় আরো বলা হয়েছে, অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
আরও পড়ুন: দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ হাজি
অন্যদিকে, আগামী পাঁচ দিন টানা বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই সময়ের পরও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
ঢাকা/এসএইচ