৪০তম বিসিএস নন-ক্যাডার উত্তীর্ণদের পছন্দক্রম শুরু

- আপডেট: ১২:১৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
- / ১০৩৮৬ বার দেখা হয়েছে
ক্যাডার পদে সুপারিশের পর নীতিমালা চূড়ান্ত না হওয়ায় নন-ক্যাডারদের দেড় বছর নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারেনি সরকারি কর্ম কমিশন পিএসসি। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নন-ক্যাডার নীতিমালা প্রকাশের পর দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সোমবার (১৯ জুন) ৪০তম বিসিএসে ৪ হাজার ৪৭৮ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
এতে বলা হয়, উত্তীর্ণদের মধ্য থেক নন-ক্যাডারে নিয়োগের পছন্দক্রম পূরণ শুরু মঙ্গলবার (২০ জুন) সকাল ১০টা থেকে। এ প্রক্রিয়া চলবে আগামী ১ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। একজন প্রার্থী সর্বোচ্চ ২০টি পদ পছন্দক্রমে দিতে পারবেন।
আরও পড়ুন: পিপলস ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
৪০তম বিসিএসে ৯ম থেকে ১২তম গ্রেড পর্যন্ত চার হাজার ৪৭৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে নিয়োগ দেওয়া হবে ১২তম গ্রেডে। এ গ্রেডে নিয়োগ পাবেন এক হাজার ৭২৬ জন। এছাড়া নবম গ্রেডে এক হাজার ৬০৪ জন, দশম গ্রেডে এক হাজার ১০৮ জন এবং ১১তম গ্রেডে ৪০ জনকে নিয়োগ দেওয়া হবে।
৪০তম বিসিএসের নন-ক্যাডার থেকে প্রাথমিকের প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে ৩৮৪ জনকে।
ঢাকা/এসএম