০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

৪৪ বছরেও কাজ করতে অডিশন দিচ্ছি: স্বস্তিকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৫৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • / ১০৩৪০ বার দেখা হয়েছে

ওপার বাংলার নায়িকা স্বস্তিকা মুখার্জি। একজন ঠোঁটকাটা, প্রতিবাদী নায়িকা হিসেবেই পরিচিতি রয়েছে তার। আবার, পাওয়ার হাউজ অভিনেত্রী হিসেবেও অনুরাগীদের কাছে পরিচিতি তিনি। ক্যারিয়ারে টালিউড, বলিউড- সমানতালেই কাঁপিয়ে যাচ্ছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শোবিজে ২৪ বছরের ক্যারিয়ার স্বস্তিকার। ২০ বছর বয়স থেকে শুরু করেছেন অভিনয়। কিন্তু এখনও তার মধ্যে রয়েছে ভালো চরিত্রে কাজ করার আকাঙ্ক্ষা। ভালো সিনেমার জন্য এখনও তিনি পাড়ি দেন উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম। স্বস্তিকা মনে করেন,  অভিনেত্রী হিসেবে নিজেকেও আরও পরিণত করতে শহর ছেড়ে, ইগো সরিয়ে যেকোনো কোথাও যাওয়া যায়।

সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজেকে নিয়ে এমনটাই জানালেন স্বস্তিকা। সঙ্গে ভাগ করেন এক গুচ্ছ ছবিও। লিখলেন, ‘২৪ বছর কাজ করার পরে এখনও অডিশনে যাই। আমার কৌতূহলী ও আগ্রহী মনকে ধন্যবাদ। খুব অল্প বয়সেই নিজে সাজতে শিখেছি। মাকে ধন্যবাদ মাত্র এক মিনিটে শাড়ি পরা শেখানোর জন্য। মাত্র ২০-২১ বছর বয়সে আমি কাজ শুরু করেছিলাম। ৪৪ বছর বয়সেও অন্য শহরে চেষ্টা করে যাচ্ছি। নতুন কোনও চরিত্রের জন্য। যা আমাকে আরও সমৃদ্ধ করবে। এই শহরটাও আমার ঘরের মতো হয়ে গেছে। আমার অভিধানের প্রিয় শব্দ অধ্যবসায়।’

আরও পড়ুন: ভারতীয় মেয়েদের সঙ্গে প্রেম করি না: হানি সিং

কয়েকদিন আগে ৪৪ এ পা দিয়েছেন স্বস্তিকা। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটা ছবিও পোস্ট করেছিলেন। যেখানে তাকে গোলাপি রঙের বড়মাপের চশমা পরা অবস্থায় দেখা গেছে। মুখে একেবারেই মেকআপ নেই। শুধু হালকা লিপস্টিক।

জন্মদিনের প্রহরে এমনই কয়েকটি ছবি পোস্ট করে স্বস্তিকা লিখেছিলেন, ‘প্রিয়, তোমাকে ৪৪তম জন্মদিনের শুভেচ্ছা। এক সময় যে ধূসর রং দেখে তুমি ভয় পেতে, আজকে সেই রং রুপার থেকেও উজ্জ্বল। এসব দেখে তুমি হয়ত বলবে, এই চোখ দুটো ক্লান্ত। আমি ওই দুই চোখে ক্লান্তি নয়, অভিজ্ঞতা দেখতে পাই। চোখের নীচে কালি নয়, আমি দেখতে পাই সাফল্য।’

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

৪৪ বছরেও কাজ করতে অডিশন দিচ্ছি: স্বস্তিকা

আপডেট: ০১:৫৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

ওপার বাংলার নায়িকা স্বস্তিকা মুখার্জি। একজন ঠোঁটকাটা, প্রতিবাদী নায়িকা হিসেবেই পরিচিতি রয়েছে তার। আবার, পাওয়ার হাউজ অভিনেত্রী হিসেবেও অনুরাগীদের কাছে পরিচিতি তিনি। ক্যারিয়ারে টালিউড, বলিউড- সমানতালেই কাঁপিয়ে যাচ্ছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শোবিজে ২৪ বছরের ক্যারিয়ার স্বস্তিকার। ২০ বছর বয়স থেকে শুরু করেছেন অভিনয়। কিন্তু এখনও তার মধ্যে রয়েছে ভালো চরিত্রে কাজ করার আকাঙ্ক্ষা। ভালো সিনেমার জন্য এখনও তিনি পাড়ি দেন উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম। স্বস্তিকা মনে করেন,  অভিনেত্রী হিসেবে নিজেকেও আরও পরিণত করতে শহর ছেড়ে, ইগো সরিয়ে যেকোনো কোথাও যাওয়া যায়।

সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজেকে নিয়ে এমনটাই জানালেন স্বস্তিকা। সঙ্গে ভাগ করেন এক গুচ্ছ ছবিও। লিখলেন, ‘২৪ বছর কাজ করার পরে এখনও অডিশনে যাই। আমার কৌতূহলী ও আগ্রহী মনকে ধন্যবাদ। খুব অল্প বয়সেই নিজে সাজতে শিখেছি। মাকে ধন্যবাদ মাত্র এক মিনিটে শাড়ি পরা শেখানোর জন্য। মাত্র ২০-২১ বছর বয়সে আমি কাজ শুরু করেছিলাম। ৪৪ বছর বয়সেও অন্য শহরে চেষ্টা করে যাচ্ছি। নতুন কোনও চরিত্রের জন্য। যা আমাকে আরও সমৃদ্ধ করবে। এই শহরটাও আমার ঘরের মতো হয়ে গেছে। আমার অভিধানের প্রিয় শব্দ অধ্যবসায়।’

আরও পড়ুন: ভারতীয় মেয়েদের সঙ্গে প্রেম করি না: হানি সিং

কয়েকদিন আগে ৪৪ এ পা দিয়েছেন স্বস্তিকা। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটা ছবিও পোস্ট করেছিলেন। যেখানে তাকে গোলাপি রঙের বড়মাপের চশমা পরা অবস্থায় দেখা গেছে। মুখে একেবারেই মেকআপ নেই। শুধু হালকা লিপস্টিক।

জন্মদিনের প্রহরে এমনই কয়েকটি ছবি পোস্ট করে স্বস্তিকা লিখেছিলেন, ‘প্রিয়, তোমাকে ৪৪তম জন্মদিনের শুভেচ্ছা। এক সময় যে ধূসর রং দেখে তুমি ভয় পেতে, আজকে সেই রং রুপার থেকেও উজ্জ্বল। এসব দেখে তুমি হয়ত বলবে, এই চোখ দুটো ক্লান্ত। আমি ওই দুই চোখে ক্লান্তি নয়, অভিজ্ঞতা দেখতে পাই। চোখের নীচে কালি নয়, আমি দেখতে পাই সাফল্য।’

ঢাকা/এসএইচ