১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

৪ ট্রিলিয়ন ডলার হারাল যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৫৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / ১০৩২০ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এতে অর্থনৈতিক মন্দার শঙ্কায় পুঁজিবাজারে শেয়ার বিক্রি হঠাৎ বেড়েছে। ফলে গত মাসে এসঅ্যান্ডপি ৫০০ সূচক শীর্ষ থেকে প্রায় ৪ ট্রিলিয়ন ডলার কমেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ব্রিটেন ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের নতুন নীতি ব্যবসা, ভোক্তা ও বিনিয়োগকারীদের জন্য অনিশ্চয়তা বাড়িয়েছে। বিশেষ করে কানাডা, মেক্সিকো ও চীনের মতো প্রধান বাণিজ্য অংশীদারদের ওপর একের পর এক শুল্ক আরোপের সিদ্ধান্ত।

ওয়েলথ এনহ্যান্সমেন্টের সিনিয়র ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট আয়াকো ইয়োশিওকা বলেন, আমরা পরিষ্কারভাবে বড় একটি পরিবর্তনের ইঙ্গিত পাচ্ছি। আগে যা কাজ করেছে, তার অনেক কিছুই এখন কাজ করছে না।’

সোমবার মার্কিন পুঁজিবাজারে বিক্রির পরিমাণ আরও বেড়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বেঞ্চমার্ক সূচক এসঅ্যান্ডপি ৫০০ (এসপিএক্স) দুই দশমিক সাত শতাংশ কমেছে, যা বছরে একদিনে সর্বোচ্চ পতন। নাসডাক কম্পোজিট (আইএক্সআইসি) চার শতাংশ কমেছে, যা ২০২২ সালের সেপ্টেম্বরের পর একদিনে বড় পতন।

সোমবার এসঅ্যান্ডপি ৫০০ গত ১৯ ফেব্রুয়ারির রেকর্ড শীর্ষ অবস্থান থেকে আট দশমিক ৬ শতাংশ কমেছে, ওই সময় থেকে বাজার মূল্য চার ট্রিলিয়ন ডলারের বেশি কমেছে এবং সূচক ১০ শতাংশ পতনের কাছাকাছি আছে। নাসডাক বৃহস্পতিবার ডিসেম্বরের সর্বোচ্চ থেকে ১০ শতাংশের বেশি কমেছে।

ট্রাম্পের বাণিজ্য নীতি বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করবে কিনা এবং এ কারণে পুঁজিবাজারে কোনো প্রভাব পড়বে কিনা তা নিয়ে কোনো ভবিষ্যদ্বাণী করেননি ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন: মূল্য সংবেদনশীল তথ্য নেই প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের

হিউস্টনে সিইআরএভিক সম্মেলনে ল্যাজার্ডের সিইও পিটার ওরসজাগ বলেন, কানাডা, মেক্সিকো ও ইউরোপে শুল্ক আরোপের সিদ্ধান্তে যে পরিমাণ অনিশ্চয়তা তৈরি হয়েছে তাতে বোর্ড ও সি-স্যুটগুলো তাদের পথ নিয়ে পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে।

তিনি আরও বলেন, চীনের সঙ্গে চলমান উত্তেজনা মানুষ বুঝতে পারলেও কানাডা, মেক্সিকো ও ইউরোপের বিষয়টি বিভ্রান্তিকর। আগামী এক মাস বা তার মধ্যে এর সমাধান না হলে এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং এমএলএ কার্যকলাপের অর্থনৈতিক সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করবে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

৪ ট্রিলিয়ন ডলার হারাল যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার

আপডেট: ০৬:৫৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এতে অর্থনৈতিক মন্দার শঙ্কায় পুঁজিবাজারে শেয়ার বিক্রি হঠাৎ বেড়েছে। ফলে গত মাসে এসঅ্যান্ডপি ৫০০ সূচক শীর্ষ থেকে প্রায় ৪ ট্রিলিয়ন ডলার কমেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ব্রিটেন ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের নতুন নীতি ব্যবসা, ভোক্তা ও বিনিয়োগকারীদের জন্য অনিশ্চয়তা বাড়িয়েছে। বিশেষ করে কানাডা, মেক্সিকো ও চীনের মতো প্রধান বাণিজ্য অংশীদারদের ওপর একের পর এক শুল্ক আরোপের সিদ্ধান্ত।

ওয়েলথ এনহ্যান্সমেন্টের সিনিয়র ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট আয়াকো ইয়োশিওকা বলেন, আমরা পরিষ্কারভাবে বড় একটি পরিবর্তনের ইঙ্গিত পাচ্ছি। আগে যা কাজ করেছে, তার অনেক কিছুই এখন কাজ করছে না।’

সোমবার মার্কিন পুঁজিবাজারে বিক্রির পরিমাণ আরও বেড়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বেঞ্চমার্ক সূচক এসঅ্যান্ডপি ৫০০ (এসপিএক্স) দুই দশমিক সাত শতাংশ কমেছে, যা বছরে একদিনে সর্বোচ্চ পতন। নাসডাক কম্পোজিট (আইএক্সআইসি) চার শতাংশ কমেছে, যা ২০২২ সালের সেপ্টেম্বরের পর একদিনে বড় পতন।

সোমবার এসঅ্যান্ডপি ৫০০ গত ১৯ ফেব্রুয়ারির রেকর্ড শীর্ষ অবস্থান থেকে আট দশমিক ৬ শতাংশ কমেছে, ওই সময় থেকে বাজার মূল্য চার ট্রিলিয়ন ডলারের বেশি কমেছে এবং সূচক ১০ শতাংশ পতনের কাছাকাছি আছে। নাসডাক বৃহস্পতিবার ডিসেম্বরের সর্বোচ্চ থেকে ১০ শতাংশের বেশি কমেছে।

ট্রাম্পের বাণিজ্য নীতি বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করবে কিনা এবং এ কারণে পুঁজিবাজারে কোনো প্রভাব পড়বে কিনা তা নিয়ে কোনো ভবিষ্যদ্বাণী করেননি ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন: মূল্য সংবেদনশীল তথ্য নেই প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের

হিউস্টনে সিইআরএভিক সম্মেলনে ল্যাজার্ডের সিইও পিটার ওরসজাগ বলেন, কানাডা, মেক্সিকো ও ইউরোপে শুল্ক আরোপের সিদ্ধান্তে যে পরিমাণ অনিশ্চয়তা তৈরি হয়েছে তাতে বোর্ড ও সি-স্যুটগুলো তাদের পথ নিয়ে পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে।

তিনি আরও বলেন, চীনের সঙ্গে চলমান উত্তেজনা মানুষ বুঝতে পারলেও কানাডা, মেক্সিকো ও ইউরোপের বিষয়টি বিভ্রান্তিকর। আগামী এক মাস বা তার মধ্যে এর সমাধান না হলে এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং এমএলএ কার্যকলাপের অর্থনৈতিক সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করবে।

ঢাকা/টিএ