০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের পোশাক কারখানার আগুন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৩২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • / ১০৪২৮ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এমএস এন্টারপ্রাইজ নামের একটি পোশাক কারখানায় আগুন লাগার পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রচেষ্টায় বৃহস্পতিবার (৮ জুন) ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুনফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউভ

এর আগে বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফজর আলী গার্ডেন সিটির পঞ্চম তলায় কারখানাটিতে এ আগুন লাগে।

জানা গেছে, রাতে হঠাৎ করে কারখানাটিতে আগুন লাগে। ধীরে ধীরে আগুনের তীব্রতা বাড়তে শুরু করে। তবে অগ্নিকাণ্ডের সময় কারখানাটি বন্ধ থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা কাজ শুরু করে।

আরও পড়ুন: বহু প্রতীক্ষার পর ঢাকাসহ বিভিন্ন জেলায় বৃষ্টি

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ ও ডেমরার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করেছে। রাত আড়াইটার দিকে আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে আসে। তবে ভেতরে অনেক ধোয়া ছিল। পরে ভোর ৬টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। পোশাক কারখানার কাপড় ও বিভিন্ন জিনিসপত্র আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পরে বলা যাবে।’

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের পোশাক কারখানার আগুন

আপডেট: ০১:৩২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এমএস এন্টারপ্রাইজ নামের একটি পোশাক কারখানায় আগুন লাগার পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রচেষ্টায় বৃহস্পতিবার (৮ জুন) ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুনফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউভ

এর আগে বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফজর আলী গার্ডেন সিটির পঞ্চম তলায় কারখানাটিতে এ আগুন লাগে।

জানা গেছে, রাতে হঠাৎ করে কারখানাটিতে আগুন লাগে। ধীরে ধীরে আগুনের তীব্রতা বাড়তে শুরু করে। তবে অগ্নিকাণ্ডের সময় কারখানাটি বন্ধ থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা কাজ শুরু করে।

আরও পড়ুন: বহু প্রতীক্ষার পর ঢাকাসহ বিভিন্ন জেলায় বৃষ্টি

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ ও ডেমরার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করেছে। রাত আড়াইটার দিকে আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে আসে। তবে ভেতরে অনেক ধোয়া ছিল। পরে ভোর ৬টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। পোশাক কারখানার কাপড় ও বিভিন্ন জিনিসপত্র আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পরে বলা যাবে।’

ঢাকা/এসএম