০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:২৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / ১০৩৪১ বার দেখা হয়েছে

পাকিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। আজ শনিবার বেলা ১২টা ৩১ মিনিটে ঘটেছে এই ভূমিকম্প। রাজধানী ইসলামাবাদ, লাহোর, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, নওশেরাসহ দেশটির ছোটো-বড় সব শহর ও গ্রামে অনুভূত হয়েছে কম্পন। পাকিস্তানের ভূমিকম্প গবেষণা সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানিয়েছে, পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি থেকে ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূপৃষ্ঠের ১২ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।

অর্থনীতি  শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ভূমিকম্পে পাকিস্তানের কোথাও কেউ নিহত বা আহত হয়েছেন— এমন তথ্য পাওয়া যায়নি। বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্যও আসেনি এখন পর্যন্ত।

তবে সাধারণ মানুষ বেশ আতঙ্কিত হয়ে পড়েছিলেন। রাজধানী ইসলামাবাদের এক বাসিন্দা জিও নিউজকে বলেন, “সেক্টর ১১ এলাকার যে ভবনে আমি থাকি, হঠাৎ দেখলাম ভবনটি ডানে-বামে দুলছে। সঙ্গে সঙ্গে আমি ছুটে বাইরে বের হলাম। তাৎক্ষণিকভাবে আমরা খুব আতঙ্কিত হয়ে পড়েছিলাম।”

ভৌগলিকভাবে ভারতীয় ও ইউরাশীয় টেকটোনিক প্লেটের একটি সংযোগস্থলে পাকিস্তানের অবস্থান। তাই এ দুই টেকটোনিক প্লেটের কোনোটি অবস্থান পরিবর্তন করলেই ভূমিকম্প হয় দেশটিতে।

আরও পড়ুন: বাংলাদেশে শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হবে, আশা জয়শঙ্করের

২০১৫ সালে পাকিস্তান ও আফগানিস্তানে ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে প্রাণ হারিয়েছেন প্রায় ৪০০ মানুষ।

সূত্র: জিও টিভি, এআরওয়াই নিউজ

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

আপডেট: ০৩:২৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

পাকিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। আজ শনিবার বেলা ১২টা ৩১ মিনিটে ঘটেছে এই ভূমিকম্প। রাজধানী ইসলামাবাদ, লাহোর, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, নওশেরাসহ দেশটির ছোটো-বড় সব শহর ও গ্রামে অনুভূত হয়েছে কম্পন। পাকিস্তানের ভূমিকম্প গবেষণা সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানিয়েছে, পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি থেকে ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূপৃষ্ঠের ১২ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।

অর্থনীতি  শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ভূমিকম্পে পাকিস্তানের কোথাও কেউ নিহত বা আহত হয়েছেন— এমন তথ্য পাওয়া যায়নি। বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্যও আসেনি এখন পর্যন্ত।

তবে সাধারণ মানুষ বেশ আতঙ্কিত হয়ে পড়েছিলেন। রাজধানী ইসলামাবাদের এক বাসিন্দা জিও নিউজকে বলেন, “সেক্টর ১১ এলাকার যে ভবনে আমি থাকি, হঠাৎ দেখলাম ভবনটি ডানে-বামে দুলছে। সঙ্গে সঙ্গে আমি ছুটে বাইরে বের হলাম। তাৎক্ষণিকভাবে আমরা খুব আতঙ্কিত হয়ে পড়েছিলাম।”

ভৌগলিকভাবে ভারতীয় ও ইউরাশীয় টেকটোনিক প্লেটের একটি সংযোগস্থলে পাকিস্তানের অবস্থান। তাই এ দুই টেকটোনিক প্লেটের কোনোটি অবস্থান পরিবর্তন করলেই ভূমিকম্প হয় দেশটিতে।

আরও পড়ুন: বাংলাদেশে শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হবে, আশা জয়শঙ্করের

২০১৫ সালে পাকিস্তান ও আফগানিস্তানে ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে প্রাণ হারিয়েছেন প্রায় ৪০০ মানুষ।

সূত্র: জিও টিভি, এআরওয়াই নিউজ

ঢাকা/এসএইচ