৫ মিলিয়নের সেঞ্চুরি করে মেহজাবীনের রেকর্ড!

- আপডেট: ০৬:৪৮:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
- / ১০৪০০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: যখন অভিনয় শুরু করেছিলেন, তখন তার মূল প্রতিবন্ধকতা ছিল বাংলা ভাষা। কেননা তার বেড়ে ওঠা অন্য দেশে। তবে সেই বাধা টপকে দিনে দিনে নিজেকে সাফল্যের চূড়ায় নিয়ে এসেছেন তিনি। গত কয়েক বছর ধরে অভিনেত্রীদের মধ্যে তারই রাজত্ব চলছে টিভি নাটকে।
হ্যাঁ, তিনি মেহজাবীন চৌধুরী। নাট্যাঙ্গনের সফল এই অভিনেত্রী ক্যারিয়ারের স্বর্ণালী সময় পার করছেন। এই মসৃণ সময়েই তার অর্জনের খাতায় যুক্ত হলো নতুন একটি মাইলফলক। ৫ মিলিয়নের সেঞ্চুরি করেছেন তিনি! অর্থাৎ তার অভিনীত ১০০টি নাটক ৫ মিলিয়ন ক্লাবে প্রবেশ করেছে।
সুখবরটি শেয়ার করা হয়েছে মেহজাবীনের ফেসবুক পেজ থেকে। সেখানে নাটকগুলোর নামসহ বলা হয়েছে, প্রত্যেকটি নাটক ৫০ লাখের বেশি দর্শক উপভোগ করেছেন। যা দেশের ইতিহাসে বিরল একটি রেকর্ড।
এর আগে আরেকটি বড় রেকর্ড নিজের করে নিয়েছিলেন মেহজাবীন। সেটা হলো, তার অভিনীত ৩৩টি নাটক কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। যা এখনো পর্যন্ত দেশের কোনো অভিনয়শিল্পীর ক্ষেত্রে সর্বোচ্চ।
অবশ্য বিশাল এই অর্জনেও খুব বেশি উচ্ছ্বসিত নন মেহজাবীন। বলেন, ‘কোন নাটকে কত ভিউ হলো বা কী রেকর্ড হলো, আমি সেটা ভেবে কখনো কাজ করি না। সবসময় চেষ্টা করি দর্শক যেন আনন্দ পান, উপভোগ করেন। তবে কাজ করতে গিয়ে সাফল্য পেলে ভালো লাগে।’
ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেহজাবীন বলেন, ‘ভক্তরা সবসময় আমার এত বেশি খেয়াল রাখেন এবং খোঁজ-খবর রাখেন; আমি সত্যি অবাক হই। আমার কাজ সম্পর্কে আমি নিজেও মনে হয় এতটা জানি না, তারা যতটা জানেন। তারা সবকিছুর খোঁজ-খবর রাখেন। কতটা নাটক করেছি, কোথায় কোন চ্যানেলে কয়টা গেল, কী কী কাজ করেছি, কোনটা কত ভিউ হলো সেসব খবর তারা রাখে। তাছাড়া কত সুন্দর সুন্দর উপহার দেয় আমাকে বিভিন্ন সময়ে, আমি চমকে যাই। তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা।’
ঢাকা/এনইউ
আরও পড়ুন:
- ‘মেসির জায়গায় খেলার মতো খেলোয়াড় আছে বার্সেলোনার’
- আল-আরাফাহ ব্যাংকের নতুন চেয়ারম্যান সেলিম রহমান
- বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে ডিএসইর এমডির সাক্ষাৎ
- করোনায় একদিনে আরও ২৪৫ জনের মৃত্যু
- সংবাদকর্মী নিবে অর্থনীতি বিষয়ক নিউজ পোর্টাল বিজনেসজার্নাল
- তিন মাসে লিন্ডে বিডির মূলধন বাড়ল ১৭৩ কোটি টাকা
- ১৫ আগস্টের মধ্য আরও ৫৪ লাখ টিকা আসবে
- তিন ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিকল্পনা
- বোর্ড সভার তারিখ জানিয়েছে ইউনাইটডে ইন্স্যুরেন্স
- এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- শাহ মোহাম্মদ সগীরের পরিচালকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিএসইসি
- ফাস ফাইন্যান্সের ৩০ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
- রামেক হাসপাতালে একদিনের ব্যবধানে মৃত্যু কমেছে