০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

৫ মেঃ যা ঘটেছিলো ইতিহাসের এই দিনে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:২৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
  • / ৪১২২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ আজ ৫ মে ২০২১, বুধবার। ২২ বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরের ১২৫তম (অধিবর্ষে ১২৬ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৫৭০ – ডেনিশদের বিরুদ্ধে তুরস্কের যুদ্ধ ঘোষণা।

১৭৮৯ – ফরাসি বিপ্লব শুরু হয়।

১৭৯৯ – বীর সেনানী টিপু সুলতানকে সমাহিত করা হয়।
১৯৩০ – ভারত শাসনকারী ব্রিটিশ সরকার মোহনদাস করমচাঁদ গান্ধীকে বিনা বিচারে বন্দি করে।

১৯৩৬ – ইতালীয় বাহিনী আদ্দিস আবাবা দখল করে।
১৯৪২ – ব্রিটিশ বাহিনী মাদগাস্কার অধিকার করে।
১৯৪৫ – চেকোশ্লোভাকিয়ার কমিউনিস্ট পার্টি আত্মগোপন অবস্থা থেকে বের হয়ে দেশব্যাপী গণ-অভ্যুত্থানে যোগ দেয়।
১৯৫৫ – জার্মানি সার্বভৌম রাষ্ট্রে পরিণত।
১৯৬১ – প্রথম মার্কিন নভোচারি এলান শেপহার্ড জুনিয়রের মহাকাশ যাত্রা।
১৯৮১ – দক্ষিণ বেলফাস্টের কুখ্যাত মেজ কারাগারে আটক আইরিশ-ক্যাথলিক নেতা ববি স্যান্ডস ৬৬ দিন টানা অনশনের পর পরলোকগমন করেন।
২০০০ – ইউশিরো মোরি জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত।
২০১৩ – ঢাকায় মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের একটি গণসমাবেশ এবং আন্দোলন সংঘটিত হয় এবং সরকার কর্তৃক পুলিশ, র‌্যাব ও বিজিবির সমন্বিত বাহিনী দ্বারা অপারেশন সিকিউর শাপলা অভিজান চালিয়ে তাদেরকে বিতাড়িত করা হয়।
জন্ম:
১৮১৩ – সারেন কিয়েরকেগর ডেনীয় দার্শনিক এবং তাত্ত্বিক।
১৮১৮ – কার্ল মার্ক্স, প্রভাবশালী জার্মান সমাজবিজ্ঞানী ও মার্ক্সবাদের প্রবক্তা।
১৮৪৬ – নোবেলজয়ী (১৯০৫) পোলিশ কথাশিল্পী হেনরিক সিয়েনকিয়েভিচ।
১৮৫০ – বিশ্ববিখ্যাত ফরাসি ছোটগল্পকার গি. দ্য. মোপাসাঁ।
১৮৮৮ – বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তী।
১৮৯৬ – ভারতের স্বাধীনতা সংগ্রামী ভি কে কৃষ্ণমেনন।
১৯১১ – প্রীতিলতা ওয়াদ্দেদার, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের আত্মাহুতি দানকারী বাঙালি নারী।
মৃত্যু:
১৮২১ – নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি শাসক
১৯৮৬ – এভারেস্ট জয়ী তেনজিং নোরগ।
দিবস:
নেদারল্যান্ড: মুক্তি দিবস (দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের হাত থেকে মুক্ত হওয়ার স্মরণে)
ডেনমার্ক: মুক্তি দিবস।
পালাউ: সিনিয়র সিটিজেন দিবস
শিশু দিবস (জাপান, দক্ষিণ কোরিয়া)
ইউরোপ দিবস (কাউন্সিল অব ইউরোপ)
ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

৫ মেঃ যা ঘটেছিলো ইতিহাসের এই দিনে

আপডেট: ১০:২৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ মে ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ আজ ৫ মে ২০২১, বুধবার। ২২ বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরের ১২৫তম (অধিবর্ষে ১২৬ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৫৭০ – ডেনিশদের বিরুদ্ধে তুরস্কের যুদ্ধ ঘোষণা।

১৭৮৯ – ফরাসি বিপ্লব শুরু হয়।

১৭৯৯ – বীর সেনানী টিপু সুলতানকে সমাহিত করা হয়।
১৯৩০ – ভারত শাসনকারী ব্রিটিশ সরকার মোহনদাস করমচাঁদ গান্ধীকে বিনা বিচারে বন্দি করে।

১৯৩৬ – ইতালীয় বাহিনী আদ্দিস আবাবা দখল করে।
১৯৪২ – ব্রিটিশ বাহিনী মাদগাস্কার অধিকার করে।
১৯৪৫ – চেকোশ্লোভাকিয়ার কমিউনিস্ট পার্টি আত্মগোপন অবস্থা থেকে বের হয়ে দেশব্যাপী গণ-অভ্যুত্থানে যোগ দেয়।
১৯৫৫ – জার্মানি সার্বভৌম রাষ্ট্রে পরিণত।
১৯৬১ – প্রথম মার্কিন নভোচারি এলান শেপহার্ড জুনিয়রের মহাকাশ যাত্রা।
১৯৮১ – দক্ষিণ বেলফাস্টের কুখ্যাত মেজ কারাগারে আটক আইরিশ-ক্যাথলিক নেতা ববি স্যান্ডস ৬৬ দিন টানা অনশনের পর পরলোকগমন করেন।
২০০০ – ইউশিরো মোরি জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত।
২০১৩ – ঢাকায় মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের একটি গণসমাবেশ এবং আন্দোলন সংঘটিত হয় এবং সরকার কর্তৃক পুলিশ, র‌্যাব ও বিজিবির সমন্বিত বাহিনী দ্বারা অপারেশন সিকিউর শাপলা অভিজান চালিয়ে তাদেরকে বিতাড়িত করা হয়।
জন্ম:
১৮১৩ – সারেন কিয়েরকেগর ডেনীয় দার্শনিক এবং তাত্ত্বিক।
১৮১৮ – কার্ল মার্ক্স, প্রভাবশালী জার্মান সমাজবিজ্ঞানী ও মার্ক্সবাদের প্রবক্তা।
১৮৪৬ – নোবেলজয়ী (১৯০৫) পোলিশ কথাশিল্পী হেনরিক সিয়েনকিয়েভিচ।
১৮৫০ – বিশ্ববিখ্যাত ফরাসি ছোটগল্পকার গি. দ্য. মোপাসাঁ।
১৮৮৮ – বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তী।
১৮৯৬ – ভারতের স্বাধীনতা সংগ্রামী ভি কে কৃষ্ণমেনন।
১৯১১ – প্রীতিলতা ওয়াদ্দেদার, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের আত্মাহুতি দানকারী বাঙালি নারী।
মৃত্যু:
১৮২১ – নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি শাসক
১৯৮৬ – এভারেস্ট জয়ী তেনজিং নোরগ।
দিবস:
নেদারল্যান্ড: মুক্তি দিবস (দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের হাত থেকে মুক্ত হওয়ার স্মরণে)
ডেনমার্ক: মুক্তি দিবস।
পালাউ: সিনিয়র সিটিজেন দিবস
শিশু দিবস (জাপান, দক্ষিণ কোরিয়া)
ইউরোপ দিবস (কাউন্সিল অব ইউরোপ)
ঢাকা/এসএ