১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

৬০ বছরে প্রেম করছেন আমির, অবিবাহিত সালমানকে খোঁচা!

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:২৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / ১০৩৩৫ বার দেখা হয়েছে

জন্মের ষাট বছর পূর্তিতে প্রেমিকা গৌরীকে প্রকাশ্যে এনেছেন বলিউডের মি. পারফেকশনিস্ট আমির খান। এরপর থেকেই মিডিয়ায় নানান প্রশ্নের মুখোমুখি নায়ক। এবার অনুরাগীদের প্রশ্ন, শাহরুখ কিংবা আমিরেরও তো একজন গৌরী আছে, সালমানের গৌরী কে তাহলে?

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মজার ছলে হলেও সম্প্রতি এমন প্রশ্ন ছোড়া হয় আমির খানকে! প্রশ্নটি ঠিক ছিল, ‘তাহলে কি এবার সালমানেরও তার গৌরীকে খুঁজে নেওয়া উচিত?’ উত্তরটি মজার ছলেই দেন আমির। বোঝাতে চাইলেন, সালমানকে দিয়ে আর প্রেম-বিয়ে সম্ভব না! খোঁচা দিয়ে বলেন, ‘সালমান কী খুঁজবে আর’?

আমিরকে আবার প্রশ্ন করা হয়, ‘সালমান কি তার এবং শাহরুখের কাছ থেকে প্রেম সংক্রান্ত কোনো পরামর্শ নেন?’ উত্তরে আবার আমির বলেন, ‘সালমান নিশ্চয়ই সেটাই করবে, যেটা ওর জন্য ঠিক হবে।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই প্রকাশ্যে এসেছে আমির এবং তার পার্টনার গৌরী স্প্র্যাটের সম্পর্কের কথা। পঁচিশ বছরের বন্ধুত্ব এবং তারপরে দু’বছরের সাময়িক ‘বিচ্ছেদ’-এর পর একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নেন তারা।

আরও পড়ুন: প্রাক্তন স্ত্রীর সাফল্যে গর্বিত হৃতিক

আমির বলেন, ‘আমি এমন একজনের কথাই ভাবছিলাম যার সঙ্গে নিজের মধ্যে সেই শান্তিটা অনুভব করতে পারব, যে আমাকে একটা শান্তি দেবে। আমি ওকে যতটা পেরেছি বোঝানোর চেষ্টা করেছি যে মিডিয়ার সামনে আসাটা কেমন হতে পারে। ও এইসবের সঙ্গে একদমই অভ্যস্ত নয়। কিন্তু আশা করছি যে আপনারা সেটা বুঝবেন।’

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

৬০ বছরে প্রেম করছেন আমির, অবিবাহিত সালমানকে খোঁচা!

আপডেট: ০৪:২৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

জন্মের ষাট বছর পূর্তিতে প্রেমিকা গৌরীকে প্রকাশ্যে এনেছেন বলিউডের মি. পারফেকশনিস্ট আমির খান। এরপর থেকেই মিডিয়ায় নানান প্রশ্নের মুখোমুখি নায়ক। এবার অনুরাগীদের প্রশ্ন, শাহরুখ কিংবা আমিরেরও তো একজন গৌরী আছে, সালমানের গৌরী কে তাহলে?

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মজার ছলে হলেও সম্প্রতি এমন প্রশ্ন ছোড়া হয় আমির খানকে! প্রশ্নটি ঠিক ছিল, ‘তাহলে কি এবার সালমানেরও তার গৌরীকে খুঁজে নেওয়া উচিত?’ উত্তরটি মজার ছলেই দেন আমির। বোঝাতে চাইলেন, সালমানকে দিয়ে আর প্রেম-বিয়ে সম্ভব না! খোঁচা দিয়ে বলেন, ‘সালমান কী খুঁজবে আর’?

আমিরকে আবার প্রশ্ন করা হয়, ‘সালমান কি তার এবং শাহরুখের কাছ থেকে প্রেম সংক্রান্ত কোনো পরামর্শ নেন?’ উত্তরে আবার আমির বলেন, ‘সালমান নিশ্চয়ই সেটাই করবে, যেটা ওর জন্য ঠিক হবে।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই প্রকাশ্যে এসেছে আমির এবং তার পার্টনার গৌরী স্প্র্যাটের সম্পর্কের কথা। পঁচিশ বছরের বন্ধুত্ব এবং তারপরে দু’বছরের সাময়িক ‘বিচ্ছেদ’-এর পর একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নেন তারা।

আরও পড়ুন: প্রাক্তন স্ত্রীর সাফল্যে গর্বিত হৃতিক

আমির বলেন, ‘আমি এমন একজনের কথাই ভাবছিলাম যার সঙ্গে নিজের মধ্যে সেই শান্তিটা অনুভব করতে পারব, যে আমাকে একটা শান্তি দেবে। আমি ওকে যতটা পেরেছি বোঝানোর চেষ্টা করেছি যে মিডিয়ার সামনে আসাটা কেমন হতে পারে। ও এইসবের সঙ্গে একদমই অভ্যস্ত নয়। কিন্তু আশা করছি যে আপনারা সেটা বুঝবেন।’

ঢাকা/এসএইচ