৬৪ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা

- আপডেট: ১২:৩৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
- / ১০৩৫৭ বার দেখা হয়েছে
সার্ভার স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থেকে ৬৪ ঘণ্টা বন্ধ থাকবে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা।সিস্টেম অ্যানালিস্ট মামুনুর হোসেন বুধবার (২৫ অক্টোবর) এই সংক্রান্ত একটি চিঠি জারি করেছেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
চিঠিতে বলা হয়, সার্ভার কক্ষ স্থানান্তরের কাজ চলাকালীন সময়ে ২৬ অক্টোবর বিকেল ৫টা থেকে ২৮ অক্টোবর রাত পর্যন্ত সার্ভার, নেটওয়ার্কিং ডিভাইস, স্টোরেজসহ সব ইকুইপমেন্ট মূল কক্ষে স্থানান্তর করার জন্য সার্ভার/নেটওয়ার্ক সংক্রান্ত সব সার্ভিস বন্ধ থাকবে। ২৯ অক্টোবর (রোববার) সকাল ৯টায় যথারীতি সার্ভিসগুলো চালু থাকবে। অর্থাৎ ৬৪ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা।
আরও পড়ুন: নির্বাচনের অনুকূল পরিবেশ হয়ে ওঠেনি: সিইসি
এনআইডি সার্ভার থেকে মোবাইল অপারেটর, আর্থিক প্রতিষ্ঠান, আইন-শৃঙ্খলা বাহিনীসহ ১৭৫টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নাগরিকদের পরিচয় যাচাইয়ের সেবা নিয়ে থাকে।
ঢাকা/এসএম