০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

৭২ আরোহী নিয়ে নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৫১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
  • / ১০৪৫১ বার দেখা হয়েছে

আবারও যাত্রীবাহী বিমান দুর্ঘটনা নেপালে। রোববার (১৫ জানুয়ারি) নেপালের পুরনো ও নতুন পোখরা বিমানবন্দরের মাঝামাঝিতে ইয়েতি এয়ারলাইন্সের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। এতে চার ক্রুসহ ৬৮ জন যাত্রী নিহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে তাৎক্ষণিকভাবে ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বরতৌলা বার্তা সংস্থা এএফপিকে জানান, ‘বিমানে ৬৮জন যাত্রী এবং ৪ জন ক্রু অবস্থান করছিলেন। উদ্ধারকাজ চলছে। আমরা এখনও জানি না কেউ বেঁচে আছেন কিনা।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

স্থানীয় সংবাদমাধ্যমে সরাসরি সম্প্রচারে দেখা গেছে, ঘটনাস্থলে এখনও দাউদাউ করে আগুন জ্বলছে এবং কুণ্ডলী পাকিয়ে কালো ধোঁয়া নির্গত হচ্ছে। উদ্ধার কাজে প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করছেন। কয়েকজনের মৃতদেহ ইতোমধ্যে উদ্ধার করেছেন স্থানীয়রা।

নেপালি সংবাদমাধ্যম নেপাল লাইভ টুডে জানিয়েছে, বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়বে।

আরও পড়ুন: ইউক্রেনজুড়ে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা

সামাজিকে যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্লেনটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ধারণা করা হচ্ছে, বিধ্বস্ত হওয়ার পরই এটিতে আগুন ধরে যায়। কি কারণে এ ঘটনা ঘটল সেটি এখনো জানা যায়নি।

প্লেনটিতে সব মিলিয়ে ৭২ জন আরোহী ছিলেন। এরমধ্যে ৬৮ জন যাত্রী। আর বাকি চারজন কেবিন ক্রু। প্লেন বিধ্বস্তের ঘটনা ঘটার পরই সেখানে দ্রুত ছুটে যান উদ্ধাকারীরা। এখন প্লেনের ভেতর আটকে থাকাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন তারা।

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

৭২ আরোহী নিয়ে নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত

আপডেট: ১২:৫১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩

আবারও যাত্রীবাহী বিমান দুর্ঘটনা নেপালে। রোববার (১৫ জানুয়ারি) নেপালের পুরনো ও নতুন পোখরা বিমানবন্দরের মাঝামাঝিতে ইয়েতি এয়ারলাইন্সের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। এতে চার ক্রুসহ ৬৮ জন যাত্রী নিহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে তাৎক্ষণিকভাবে ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বরতৌলা বার্তা সংস্থা এএফপিকে জানান, ‘বিমানে ৬৮জন যাত্রী এবং ৪ জন ক্রু অবস্থান করছিলেন। উদ্ধারকাজ চলছে। আমরা এখনও জানি না কেউ বেঁচে আছেন কিনা।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

স্থানীয় সংবাদমাধ্যমে সরাসরি সম্প্রচারে দেখা গেছে, ঘটনাস্থলে এখনও দাউদাউ করে আগুন জ্বলছে এবং কুণ্ডলী পাকিয়ে কালো ধোঁয়া নির্গত হচ্ছে। উদ্ধার কাজে প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করছেন। কয়েকজনের মৃতদেহ ইতোমধ্যে উদ্ধার করেছেন স্থানীয়রা।

নেপালি সংবাদমাধ্যম নেপাল লাইভ টুডে জানিয়েছে, বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়বে।

আরও পড়ুন: ইউক্রেনজুড়ে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা

সামাজিকে যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্লেনটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ধারণা করা হচ্ছে, বিধ্বস্ত হওয়ার পরই এটিতে আগুন ধরে যায়। কি কারণে এ ঘটনা ঘটল সেটি এখনো জানা যায়নি।

প্লেনটিতে সব মিলিয়ে ৭২ জন আরোহী ছিলেন। এরমধ্যে ৬৮ জন যাত্রী। আর বাকি চারজন কেবিন ক্রু। প্লেন বিধ্বস্তের ঘটনা ঘটার পরই সেখানে দ্রুত ছুটে যান উদ্ধাকারীরা। এখন প্লেনের ভেতর আটকে থাকাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন তারা।

ঢাকা/এসএ