৭ দিনে রেমিট্যান্স এসেছে ৩৪ কোটি ডলার

- আপডেট: ০৫:৪২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
- / ১০৩৬৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: প্রবাসী আয় বা রেমিট্যান্স ধারাবাহিকভাবে কমছে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে রেমিট্যান্সের বাড়লেও পরবর্তী দুই মাসে রেমিট্যান্সে ভাটা পরেছে। চলতি মাসের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এসেছে ৩৪ কোটি ৩০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সেপ্টেম্বরের মতো অক্টোবরেও রেমিট্যান্সে বড় ধাক্কা লেগেছিলো। অক্টোবরে রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ৫৪ লাখ মার্কিন ডলার। যা গত ৮ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিলো ১৫৩ কোটি ৯৫ লাখ ডলার।
আরও পড়ুন: রেমিট্যান্সে চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত
সংশ্লিষ্টরা বলেন, রেমিট্যান্স বাড়াতে সরকার ও বাংলাদেশ ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিয়েছে। প্রবাসী আয়ের উপর সরকার প্রণোদনা দিচ্ছে। এছাড়া বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) যৌথভাবে ব্যাংকগুলোকে রেমিট্যান্স কেনার জন্য দাম নির্ধারণ করে দিয়েছে। এতে প্রবাসীরা আগ্রহ হারাচ্ছে। এতে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো সম্ভব হচ্ছে না।
আরও পড়ুন: অক্টোবরে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছে সৌদি প্রবাসীরা
এর আগে জুলাইয়ে রেমিট্যান্স আসে ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। এরপর আগস্ট মাসে আসে ২০৩ কোটি ৭৮ লাখ ডলার। তবে সেপ্টেম্বর মাসে রেমিট্যান্সে বড় ধরনের ধাক্কা লাগে। সেপ্টেম্বরে ১৫৩ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স পাঠায় প্রবাসীরা।
আরও পড়ুন: আট মাসে সর্বনিম্ন রেমিট্যান্স
২০২১-২০২২ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১ দশমিক ৩ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছিল। এটি তার আগের অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ১১ শতাংশ কম। আগের ২০২০-২০২১ অর্থবছরে দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ (২৪ দশমিক ৭৭ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।
ঢাকা/টিএ